আরও একবার অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ আমির
আরও একবার অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ আমির
আরও একবার অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ আমির
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনি সর্বশেষ পাকিস্তানের জার্সিতে খেলেছিলেন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এর আগেও ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমির। কারণ হিসেবে তিনি বলেছিলেন তার প্রতি অবিচার করেছেন তৎকালীন প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস।
২০০৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে পাকিস্তান দলে আসা যাওয়ার মধ্যেই ছিলেন আমির। ক্রিকেটের ব্যাড বয় খ্যাত এই পেসার স্পট ফিক্সিংয়ে কারাগারে গেছেন, পাঁচ বছর ছিলেন নিষিদ্ধও। তারপর কয়েক দফায় জাতীয় দলে ফিরলেও এবার অবসর নিয়েছেন পাকাপাকি ভাবে।
অবসর প্রসঙ্গে মোহাম্মদ আমির বলেন, "তিন ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলা বড় সম্মানের বিষয়। আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, কিন্তু আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করার এটাই সঠিক সময়।"
তিনি আরো বলেন, "আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই বছরের পর বছর ধরে আমাকে সমর্থন করার জন্য। আমার ক্যারিয়ারে সব সময় আমাকে সমর্থন করার জন্য পাকিস্তান সমর্থকদের ও ধন্যবাদ জানাতে চাই।"
পিসিবি চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ বলেন, "পিসিবির পক্ষ থেকে আমি আমিরকে পাকিস্তান ক্রিকেটে তার পরিষেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তার ভবিষ্যতের মঙ্গল কামনা করি।"
২০০৯ সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হয় মোহাম্মাদ আমিরের। তার পর থেকে পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আমিরের উইকেট সংখ্যা ২৭১টি এবং রান ১১৭৯।