ভারতের বিপক্ষে ভালো করতে মুখিয়ে শান্তর দল
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 3
জাকেরের কণ্ঠে আত্মসমালোচনা, আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
- 4
রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ
- 5
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে কাজ শুরু করলেন সাইমন টফেল

ভারতের বিপক্ষে ভালো করতে মুখিয়ে শান্তর দল
ভারতের বিপক্ষে ভালো করতে মুখিয়ে শান্তর দল
অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই ফিরে যান ওপেনার তানজিদ তামিম। তারপর শান্ত কিছুটা আক্রমণ করলেও মন্থর গতিতে ব্যাট চালাতে থাকে লিটন দাস। ২৫ বলে ২৬ রানে লিটন আউট হলে অজি স্পিনারদের আক্রমণ করতে ৪ এ ব্যাট করতে নামে রিশাদ হোসেন।
কেনো রিশাদকে ৪ এ নামানো হলো? ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন সেই কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী মঞ্চে শান্ত বলেন, ‘উইকেট ভালো ছিল, তবে একটু ধীর। এরপরও কিন্তু আমাদের অন্তত ১৭০ করা উচিত ছিল। এমন দলের বিপক্ষে আমাদের জুয়া খেলা উচিত ছিল, আজ রিশাদ স্পিনারদের মোকাবেলা করতে চারে নামানো হয়, সে একজন বিগ-হিটার কিন্তু আজ সুযোগ কাজে লাগাতে পারেনি।’
স্পিনারদের বিপক্ষে রিশাদের পরিসংখ্যান পেসারদের তুলনায় বেশী ভালো। তাছাড়া শেষদিকে রিশাদ যখন লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নামতো তখন তার জন্য প্যাট কামিন্স,স্টার্কদের পেস মোকাবিলা করা কঠিন হতো। তার থেকে অ্যাডাম জাম্পা এবং গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনের বিপক্ষে আক্রমণ করতে ৪ এ নামানো হয় রিশাদকে। কিন্তু সেই পরিকল্পনা মাঠে ফলপ্রসূ হয়নি।
অনেক দিন ধরেই রান পাচ্ছিলেন না নাজমুল হোসেন শান্ত। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাট থেকেই এসেছে দলের সর্বোচ্চ রান। তিনি খেলেছেন ৩৬ বলে ৪১ রানের ইনিংস। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমি এখন পর্যন্ত ঠিকই আছি, এখানে খেলা উপভোগ করছি এবং মনে করি আমি আরও কিছু করতে পারি।’
শান্ত আরও বলেন, ‘টপ-অর্ডারের জন্য আমাদের আজকের মতো রান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি বড় উত্সাহ, আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে। আমাদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে ভালো করতে মুখিয়ে আছি।’