ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮

ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮

ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনেই পাল্টা আঘাত হানাল অস্ট্রেলিয়া। উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারির দুর্দান্ত শতকে ভর করে বুধবার দিনশেষে স্বাগতিকরা সংগ্রহ করেছে ৮ উইকেটে ৩২৬ রান।

চাপের মুহূর্তে ক্রিজে নেমে পাল্টা আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্যারি। তাঁর ১০৬ রানের ইনিংসেই প্রথম দিন শেষে লড়াইয়ে থাকে অস্ট্রেলিয়া। শেষ সেশনে তিনটি উইকেট হারালেও দিনশেষ পর্যন্ত আরও ১৩২ রান যোগ করে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ক্যারি টপ এজে আউট হলেও অপর প্রান্তে অপরাজিত আছেন মিচেল স্টার্ক (৩৩*)। দ্বিতীয় দিনে স্টার্কের সঙ্গে ব্যাট করতে নামবেন নাথান লায়ন (০*)। এর আগে ক্যারির সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ইনিংস টেনে নেন জশ ইংলিস, যিনি ৩২ রান করে নিজের স্টাম্পে বল লাগিয়ে ফিরে যান।

ইংল্যান্ডের হয়ে প্রথম দিনে সবচেয়ে সফল বোলার ছিলেন জোফ্রা আর্চার। তিনি নেন তিনটি উইকেট। এছাড়া ব্রাইডন কার্স ও উইল জ্যাকস দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন উসমান খাজা। ১২৬ বলে ৮২ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে তিনি অস্ট্রেলিয়াকে চা-বিরতিতে পৌঁছে দেন ৫ উইকেটে ১৯৪ রানে। তবে সম্ভাব্য শতক হাতছাড়া করেন তিনি। দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়া হারায় তিনটি উইকেট, ফলে তুলনামূলক সমতল উইকেটে কিছুটা সুবিধা পায় ইংল্যান্ড।

লাঞ্চের পরপরই জোফ্রা আর্চারের আগুনে স্পেলে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মাত্র তিন বলের ব্যবধানে মার্নাস লাবুশেন (১৯) ও ক্যামেরন গ্রিন (০) ফিরে যান, দলীয় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯৪ রান। লাবুশেন মিড উইকেটে ক্যাচ তুলে দেন, আর গ্রিনের প্যাডে লাগা শট অসাধারণ ডাইভে ধরে আর্চারকে তৃতীয় উইকেট উপহার দেন কার্স।

এরপর ক্যারি ও খাজা পঞ্চম উইকেটে ৯১ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস উইল জ্যাকসকে আক্রমণে আনলে স্লগ সুইপ খেলতে গিয়ে আউট হন খাজা।

সকালের সেশনে শুরুটা মোটেও সহজ ছিল না অস্ট্রেলিয়ার। তবে খাজা ও লাবুশেন তৃতীয় উইকেটে ৯০ বলে ৬১ রানের জুটি গড়ে ইনিংস গুছিয়ে নেন। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

এর আগে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া শিবির। অসুস্থতার কারণে ম্যাচের সকালে ছিটকে যান স্টিভ স্মিথ। তাঁর বদলি হিসেবে একাদশে সুযোগ পান উসমান খাজা।