বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড

বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড

বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিন শেষ হলো ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জিংভাবে। প্রথম ইনিংসে ৩৭১ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। সেখানে ইংল্যান্ড ১৫৮ রানে এখনো পিছিয়ে রয়েছে, তারা দিন শেষ করেছে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে।  তবে জোফ্রা আর্চারের ফাইফার ইংল্যান্ডকে এখনো ম্যাচে টিকিয়ে রেখেছে।

দিন শুরু হয় অ্যালেক্স ক্যারির ১০৬ এবং উসমান খাজার ৮২ রান নিয়ে। তবে তারা দ্রুতই বিদায় নেন। তারপর মিচেল স্টার্ক ও লায়নের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসের রান বাড়ানোর চেষ্টা করছিল। মিচেল স্টার্ক জোফ্রা আর্চারের বলে ৫৪ রানে আউট হন।

শেষ উইকেটে নাথান লায়ন এবং স্কট বোল্যান্ড জুটি ২৩ রানের অবদান রাখেন। লায়ন আর্চারের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ৯ রানে আউট হন। প্রথম ইনিংসে আর্চারর ৫ উইকেট নেন ৫৩ রান খরচা করে। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৯১.২ ওভারে ৩৭১ রানে। 

তারপর ইংল্যান্ড ব্যাট করতে নামে এবং ৬৮ ওভারে ৮ উইকেটে ২১৩ রানে থামে। ফলে প্রথম ইনিংসে ইংল্যান্ড এখন ১৫৮ রান পিছিয়ে রয়েছে।

ব্যাটিং ইংলিশ টপ অর্ডারের বেন ডাকেটের ২৯ রান ছাড়া আর কেউ কিছু করতে পারেননি। জো রুট ফেরেন ১৯ রান করে। পঞ্চম উউকেটে বেন স্টোকস এবং হ্যারি ব্রুক গড়েন ৫৬ রানের জুটি। ব্রুক ফেরেন ৪৫ রানে। তারপর স্টোকসকে সঙ্গ দেয়া জেমি স্মিথ আউট হন ২২ রান করে।

বোল্যান্ড পর পর উইল জ্যাকস এবং ব্রাইডন কার্সকে ফেরালে ১৬৮ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। সেখান থেকে স্টোকসের সাথে জুটি গড়ে এখনো ইংলিশদের ম্যাচে টিকিয়ে রাখেন জোফরা আর্চার। ৪৫ রানের এই জুটিকে দিনের শেষ পর্যন্ত আউট করা সম্ভব হয়নি। আর্চার অপরাজিত আছেন ৩০ রান করে। 

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন প্যাট কামিন্স। ২ টি করে উইকেট পান ন্যথান ল্যায়ন এবং বোল্যান্ড।