এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই

এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই

এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই

আইএল টি-টোয়েন্টিতে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান। এমআই এমিরেটসের বিপক্ষে দুবাই ক্যাপিটালস ম্যাচ হেরেছে ৭ রানে।

এই ম্যাচে এমআই এমিরেটসের তিন গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইএল টি-টোয়েন্টির ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে ১৮তম ওভারে বোলিংয়ে এসে রশিদ খান, টম ব্যান্টন ও গজনফরকে ফেরান বাংলাদেশের বাঁহাতি পেসার। ওই ওভারে মাত্র ১ রান খরচ করে তিন উইকেট শিকার করেন তিনি, যা এমিরেটসের ইনিংসে বড় ধাক্কা হয়ে আসে।

ইনিংসের শুরুটা অবশ্য ফিজের জন্য খুব স্বস্তির ছিল না। ম্যাচে নিজের প্রথম ওভারেই তিনি দেন ১০ রান। তবে ষোলোতম ওভারে আবার বোলিংয়ে ফিরে নিয়ন্ত্রিত লাইন-লেংথে মাত্র ৭ রান দেন। এরপরই আসে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে থাকা সেই ১৮তম ওভার।

ওভারের প্রথম বলেই কাটারে বড় শট খেলতে গিয়ে মিড-অফে দাসুন শানাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রশিদ খান। পরের বলে আসে এক রান। তৃতীয় বলে স্লোয়ারে টম ব্যান্টন লং-অনে ধরা পড়েন। বাকি বলগুলোতে কোনো রান না দিয়ে অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে গজনফরকে স্লিপে ক্যাচ বানিয়ে ওভারটি শেষ করেন মোস্তাফিজ।

শেষ ওভারে আবারও বল হাতে নেন ফিজ। সেখানে ইয়র্কার থেকে বাউন্ডারি হজমসহ ১৬ রান খরচ করতে হয় তাকে। সব মিলিয়ে চার ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। 

২০ ওভার শেষে এমআই এমিরেটস ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৭ রান। রান তাড়ায়ও ছন্দ ধরে রাখতে পারেনি স্বাগতিক দুবাই দল। ১৩তম ওভারে ২ উইকেটে ৮৯ রান থাকলেও এরপর দ্রুত উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৩০ রানেই গুটিয়ে যায় ইনিংস, আর ম্যাচ হারতে হয় ৭ রানে।