Image

বাংলাদেশকে হতাশা উপহার দেওয়া কামিন্দু মেন্ডিসই আইসিসির মাসসেরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে হতাশা উপহার দেওয়া কামিন্দু মেন্ডিসই আইসিসির মাসসেরা

বাংলাদেশকে হতাশা উপহার দেওয়া কামিন্দু মেন্ডিসই আইসিসির মাসসেরা

বাংলাদেশকে হতাশা উপহার দেওয়া কামিন্দু মেন্ডিসই আইসিসির মাসসেরা

শ্রীলঙ্কান ক্রিকেটার কামিন্দু মেন্ডিস আইসিসির মাসসেরা (মার্চ, ২০২৪) ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। তিনি আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সাথে মনোনীত হয়েছিলেন। তবে বাংলাদেশের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সের কারণে জিতেছেন কামিন্দু, পেছনে ফেলেছেন বাকি দুজনকে। 

প্রবাথ জয়সুরিয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গার পর কামিন্দু মেন্ডিস ৩য় কোন লঙ্কান ক্রিকেটার যিনি কিনা আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন। 

মাসসেরার খেতাব পেয়ে কামিন্দু মেন্ডিস বলেন, 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়ে আমি যারপরনাই খুশি। এটাকে আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য ইন্সপারেশন হিসাবে নিচ্ছি। এমন স্বীকৃতি আমাদের ক্রিকেটার হিসাবে আরও পরিশ্রম করতে অনুপ্রাণিত করে, দল,দেশ ও সমর্থকদের জন্য মাঠে পারফর্ম করতে অনুপ্রাণিত করে।' 

'যারা আমার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন তাঁদের জন্য আমার শুভকামনা থাকবে। মার্ক অ্যাডায়ার ও ম্যাট হেনরি- দুজনকেই আমি দারুণ ক্রিকেটার ও ভালো পরতিপক্ষ মনে করি।' 

২০২২ এর পর আবার শ্রীলঙ্কা সেটাপে ফিরেছেন কামিন্দু মেন্ডিস। মার্চ মাসটা যিনি কাটিয়েছেন স্বপ্নের মত। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৬৮ রান করার পর টেস্ট সিরিজে দাপট দেখান। 

সিলেট টেস্টে দুই ইনিংসে রান করেন যথাক্রমে ১০২ ও ১৬৪। চট্টগ্রাম টেস্টে সতীর্থদের ব্যর্থতায় ১ম ইনিংসে সেঞ্চুরি পাননি, অপরাজিত থাকেন ৯২ রানে, দ্বিতীয় ইনিংসে করেন ৯ রান। ৪ ইনিংসে ৩৬৭ রান করে তিনি ছিলেন স্টার পারফর্মার। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three