বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা

বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা

বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন দেশের সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টের জন্য। আগের আসরগুলোয় ধারাভাষ্য ও সম্প্রচারে সমালোচনার ঝড় থাকলেও এবার ভক্তদের জন্য সুখবর রয়েছে।

প্রথমবারের মতো পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনুস এবং ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল গফ আসছেন বিপিএলে ধারাভাষ্য দিতে। তাঁদের সঙ্গে থাকবেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান রমিজ রাজা, যিনি আগে থেকে ক্রিকেট ভক্তদের পরিচিত মুখ।

ধারাভাষ্যকার হিসেবে না আসলেও টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়াকার ইউনুসের। এর আগে তিনি সিলেটের কোচের দায়িত্ব সামলিয়েছিলেন। নতুন ভূমিকায় এবার ধারাভাষ্য দিতে মুখিয়ে আছেন ওয়াকার। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন:
“হ্যালো এভরিওয়ান। আমি ওয়াকার ইউনুস বলছি। আমি থাকছি এবারের বিপিএলে। মাঠে আসুন। আমার সঙ্গে বিপিএল উপভোগ করুন। সাথে বিশ্লেষণ। আরও অনেক কিছুই। বিপিএলে সেরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি।”

রমিজ রাজা, যিনি নিজেও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার, বাংলায় ভক্তদের অভিবাদন জানান। এরপর ইংরেজিতে তিনি বলেন:
“আমার সঙ্গে বিপিএলের এবারের আসর উপভোগ করুন। বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য সেরা ক্রিকেটারদের লড়াই হবে। বিপিএলে যোগ দিতে আমার তর সইছে না।”

টুর্নামেন্ট সম্প্রচারের দায়িত্ব নিয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। প্রতিষ্ঠানটি ধারাভাষ্য প্যানেলের পুরো রূপরেখা তৈরি করেছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আইএল টি-টোয়েন্টি ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়মিত সম্প্রচারের অভিজ্ঞতা থাকায় এবার বিপিএলে ধরা পড়বে কয়েকটি বড় মুখ।

বিপিএলের ১২তম আসর শুরু হবে ২৬ ডিসেম্বর সিলেটে, যেখানে দেশি ও বিদেশি খেলোয়াড়দের লড়াই আরও জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।