Image

তিন আনক্যাপড নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তিন আনক্যাপড নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত

তিন আনক্যাপড নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত

তিন আনক্যাপড নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত

অভিমন্যু ইশ্বরন, হারশিত রানা এবং নিতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন। তবে কুঁচকির চোটের কারণে কুলদ্বীপ যাদব নেই বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে। 

তিন আনক্যাপড খেলোয়াড়- ওপেনার অভিমন্যু ইশ্বরন, পেসার হারশিত রানা এবং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে অস্ট্রেলিয়া টেস্ট সফরের ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। যা শুরু হবে ২২ নভেম্বর থেকে, পার্থ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে। 

ঘরোয়া ক্রিকেটে করা অনবদ্য পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন অভিমন্যু ইশ্বরন। রোহিত শর্মার সহ-অধিনায়ক হিসাবে জাসপ্রীত বুমরাহ। ব্যক্তিগত কারণে রোহিতের প্রথম দুই টেস্টের একটি মিস হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন হলে অভিমন্যুর টেস্ট অভিষেক হবে।

চোটের কারণে ডাক পাননি কুলদ্বীপ যাদব। এই সফরের দলেও নেই মোহাম্মদ শামি, গোড়ালির অস্ত্রোপচারের পর থেকে সম্পূর্ণ ফিটনেস ফিরে পাননি। 

ভারত টেস্ট স্কোয়াড: 

রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাব পান্ট (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, প্রসিধ কৃষ্ণা, হারশির রানা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।

রিজার্ভ: মুকেশ কুমার, নবদ্বীপ সাইনি, খলিল আহমেদ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three