Image

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির জরুরি সভা শুক্রবার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির জরুরি সভা শুক্রবার

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির জরুরি সভা শুক্রবার

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির জরুরি সভা শুক্রবার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে অচলাবস্থার সমাধানের জন্য একটি বৈঠক ডেকেছে। বৈঠকটি শুক্রবার (২৯শে নভেম্বর) অনলাইনে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অংশগ্রহণ সকল সদস্য বোর্ডের জন্য বাধ্যতামূলক। আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই বৈঠক থেকে আসবে।
 
এই বৈঠকে পিসিবিকে (পাকিস্তান ক্রিকেট বোর্ড) বিকল্প পরিকল্পনা অথ্যৎ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য বলা হতে পারে।  হাইব্রিড মডেলে পাকিস্তানে ১০টি এবং অন্য যে কোনো একটি দেশে সেমিফাইনাল এবং ফাইনাল সহ ৫টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

তবে পিসিবি যেহেতু আগেই হাইব্রিড মডেলের প্রস্তাব নাকচ করে দিয়েছে তাই সম্ভাব্য সমঝোতা হিসেবে আইসিসি হাইব্রিড মডেলের প্রভাব কমিয়ে আনার চেষ্টা করতে পারে। পাকিস্তানেই একটি সেমিফাইনাল এবং ফাইনাল আয়োজন করতে সম্মত হতে পারে আইসিসি। 

যদিও এই ধরনের ব্যবস্থা গুরুতর অপারেশনাল এবং লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি করবে। তবে সমস্যা নিরসনে এই পরিস্থিতিতে পিসিবিকে এই প্রস্তাব দেয়া হতে পারে। পিসিবি রাজি হলে একটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য প্রয়োজনীয় হোটেল এবং ভ্রমণ বুকিং সহ ভেন্যুগুলি আগে থেকেই প্রস্তুত রাখা হবে।

ভারত তাদের ম্যাচ গুলো কোথায় খেলবে তা নিয়ে আইসিসি এখনও সিদ্ধান্তহীন। যদিও সংযুক্ত আরব আমিরাত - দুবাই এবং আবু ধাবিকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরে রাখা হয়েছে। 

যদিও পিসিবি আইসিসির এই সিদ্ধান্ত মেনে নিবে কিনা তা বলা যাচ্ছে না। না মানলে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পরিনতি ঠিক করতে ভোটিংয়ের আশ্রয় নেবে আইসিসি। যেখানে আইসিসি বোর্ডের ১৪ জন সদস্যরা নিজেদের ভোট প্রদান করনে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেখানে যেই সিদ্ধান্ত আসবে পিসিবির সেটি মেনে নেয়া ছাড়া কোনো বিকল্প থাকবেনা। এমনকি পিসিবি যদি হাইব্রিড মডেলটি প্রত্যাখ্যান করে তাহলে আইসিসি বোর্ড পুরো টুর্নামেন্ট পাকিস্তান থেকে দূরে সরিয়ে নেওয়ার প্রস্তাবও করতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three