নাইটের ব্যাটিংয়ে ম্লান ফাহিমা ও মোস্তারির লড়াই

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নাইটের ব্যাটিংয়ে ম্লান ফাহিমা ও মোস্তারির লড়াই

নাইটের ব্যাটিংয়ে ম্লান ফাহিমা ও মোস্তারির লড়াই

নাইটের ব্যাটিংয়ে ম্লান ফাহিমা ও মোস্তারির লড়াই

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর গুয়াহাটি পর্বে বাংলাদেশের দুর্দান্ত লড়াইও শেষ পর্যন্ত থমকে গেল হেদার নাইট নামক অভিজ্ঞ ইংলিশ ব্যাটারের দৃঢ়তায়। সোবহানা মোস্তারির প্রথম ওয়ানডে ফিফটি, রাবেয়া খানের ঝড়ো ইনিংস আর ফাহিমা খাতুনের ঘূর্ণির জাদু - সবকিছুই যেন ম্লান হয়ে গেল হেদার নাইটের ৭৯ রানের অপরাজিত ইনিংসে। ইংল্যান্ড জয় পায় ৪ উইকেটে, ২৩ বল হাতে রেখেই।

১৭৮ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। মাত্র ২৯ রানে দুই ওপেনার ট্যামি বিউমন্ট (১৩) ও অ্যামি জোনস (১) সাজঘরে ফেরেন মারুফা আক্তারের গতিময় ও সুইংয়ে বিভ্রান্ত হয়ে। এরপর ফাহিমা খাতুন দারুণভাবে আক্রমণে আসেন। ১৯তম ওভারে জোড়া আঘাতে ফেরান অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট (৩২) ও সোফিয়া ডাঙ্কলি (০)-কে। এরপর ২৩তম ওভারে ফেরান ইমা ল্যাম্বকেও (১)। মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচে বাংলাদেশকে জয়ের আশায় জাগিয়ে তোলেন ফাহিমা।


তবে ইংল্যান্ডের পক্ষে ম্যাচটা জিতিয়ে দেন হেদার নাইট। একপ্রান্ত আগলে রেখে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। তার ১১১ বলের ৭৯ রানের ইনিংসে ছিল ধৈর্য, টেম্পারামেন্ট এবং অভিজ্ঞতার নিখুঁত প্রকাশ। তার সঙ্গে ডানহাতি ব্যাটার চার্লি ডিন (২৭*) মিলে গড়ে তোলেন ৭৯ রানের অপরাজিত জুটি, যা ইংল্যান্ডকে জয় এনে দেয় ৪৬.১ ওভারে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। মাত্র ২৫ রানের মধ্যে দুই ওপেনার রুবিয়া হায়দার (৪) ও তিনে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (০) ফিরেন প্যাভিলিয়নে। এরপর সোবহানা মোস্তারি একপ্রান্ত আগলে রেখে খেলেন ১০৮ বলের ধৈর্যশীল ইনিংস, যেখানে তার ব্যাট থেকে আসে ৬০ রানের দারুণ এক ইনিংস। 

এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক এবং বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে মাত্র তৃতীয় ফিফটি।

তবে বাংলাদেশের ইনিংসের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল রাবেয়া খানের ঝড়। মাত্র ২৭ বলে ৪৩ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে তিনি এক ছক্কা ও তিনটি চার হাঁকান। শেষ ওভারে এক ছক্কা মেরে দলের স্কোর ১৭৮-এ পৌঁছে দেন তিনি, যদিও ইনিংস শেষ হয়ে যায় দুই বল বাকি থাকতেই।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সোফি একলস্টোন। ইংলিশ এই বোলার ১০ ওভারে মাত্র ২৪ রানে নেন ৩ উইকেট। লিনসি স্মিথ ও চার্লি ডিন ২টি করে উইকেট নেন, ক্যাপসি পান আরও ২ উইকেট।

ম্যাচ শেষে ফলাফল ইংল্যান্ডের পক্ষে গেলেও, বাংলাদেশ দেখিয়েছে সাহস, প্রতিরোধ আর ভবিষ্যতের আশার আলো। মোস্তারির সংযম, ফাহিমার নিখুঁত বোলিং আর রাবেয়ার আগ্রাসন। সব মিলিয়ে এটি ছিল একটি লড়াকু মানসিকতার উজ্জ্বল প্রদর্শনী।