টেস্টের ভাবনায় ওয়ানডে থেকে বিশ্রামে গাস অ্যাটকিনসন
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
আইপিএল নিলাম ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন রিশাব পান্ট
টেস্টের ভাবনায় ওয়ানডে থেকে বিশ্রামে গাস অ্যাটকিনসন
টেস্টের ভাবনায় ওয়ানডে থেকে বিশ্রামে গাস অ্যাটকিনসন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম পেলেন পেসার গাস অ্যাটকিনসন। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন ওলি স্টোন। প্রথম ছয় টেস্টে ৩৪ উইকেট নেওয়া অ্যাটকিনসনের ওয়ার্ক লোড ইস্যু চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড।
এই মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার জন্য ইংল্যান্ড তাদের ৫০-ওভারের স্কোয়াড থেকে গাস অ্যাটকিনসনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অ্যাটকিনসনের অভিষেক হয় গত জুলাইয়ে, লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ১২ উইকেট নিয়ে রীতিমতো চমকে দেন সবাইকে। এখন পর্যন্ত ছয় টেস্টে তার শিকার মোট ৩৪ উইকেট।
ইংল্যান্ড ম্যানেজমেন্ট এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ওয়ানডেতে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, গাসের জায়গায় ওলি স্টোন দলে যোগ দিয়েছেন।
ইংল্যান্ডের সেপ্টেম্বরের শেষে পাকিস্তান সফর করার কথা রয়েছে। এরপর তিনটি টেস্টের জন্য নভেম্বরে নিউজিল্যান্ডে যাবে। কনুইয়ের চোটের কারণে বছরের বাকি সময় দলের বাইরে থাকবেন মার্ক উড। তাই গাস অ্যাটকিনসনকে নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চায় না ইংলিশ টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল:জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, ওলি স্টোন, রিস টপলি, জন টার্নার।