জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
টি-টোয়েন্টি ফরম্যাটকে গুরুত্ব দিয়ে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আয়োজন করছে আরও এক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আয়োজিত হতে চলেছে এনসিএল টি-টোয়েন্টি। শনিবার ঢাকার এক পাচতারকা হোটেলে জমকালো আয়োজনে হয়েছে টুর্নামেন্টের লোগো উন্মোচন।
এই টুর্নামেন্টের মূল্য পৃষ্ঠপোষক হিসাবে আছে আল আরাফাহ ইসলামী ব্যাংক। টুর্নামেন্টের নাম আল আরাফাহ ইসলামী ব্যাংক এনসিএল টি-টোয়েন্টি, পাওয়ার্ড বাই ওয়ালটন।
এনসিএল টি-টোয়েন্টির লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিৎ ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিসিবি পরিচালক ফাহিম সিনা। উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফরমান আর. চৌধুরী, পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জমান আমিনুল ইসলাম খান, সিলভার পার্টনার রিমার্ক হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা জনাব সিয়াম আহমেদ।
এই টুর্নামেন্টকে দেশীয় ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসাবে ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'বিপিএলের আগে এই টুর্নামেন্ট দেশি ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ। আমি আশা করি ক্রিকেটাররা সেই সুযোগ নিবে এবং নিজেদের মেলে ধরবে। যা কিনা দেশের ক্রিকেটকে সাহায্য করবে। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে এগিয়ে নিবে।'
আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফরমান আর. চৌধুরী বলেন, 'খেলাধুলার গুরুত অনুধাবন করে ইতোপূর্বে বিভিন্ন সময়ে আমরা ম্যারাথন, হকি, কাবাডি, স্কোয়াশসহ বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করেছি। সেই ধারাবাহিকতায় এবার এনসিএল টি-টোয়েন্টি। এই কথা বলতে দ্বিধা নেই, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট বাংলাদেশকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। ক্রিকেটের প্রতি আমাদের তরুণ সমাকের ব্যাপক আগ্রহ রয়েছে। একই সাথে ক্রিকেটে আমাদের ছেলে এবং মেয়েদের মাঝে বিপুল প্রতিভা লুকিয়ে রয়েছে। দেশের আনাচে-কানাচে থেকে এসব প্রতিভাধর ক্রিকেটারদের খুঁজে আনতে হবে।'
ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আমিনুল ইসলাম খান বলেন, 'ওয়ালটন সবসময় বাংলাদেশের ক্রিকেটের প্রসারে ছিলো, আছে ও থাকবে। এনসিএল টি-টোয়েন্টি দেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট। ওয়ালটনও বাংলাদেশের ব্র্যান্ড। দেশের মানুষের জন্য কাজ করে চলেছে।'
রিমার্ক হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা জনাব সিয়াম আহমেদ বলেন, 'ক্রিকেট আমার পছন্দের খেলা। আমি নিজেও একসময় খেলতাম। আর রিমার্ক বাংলাদেশের মানুষের প্রসাধনীর অভিজ্ঞতায় এক নতুন দিনের সূচনা করেছে। আশা করি এনসিএল টি-টোয়েন্টির সাথে জুটি বেধে দীর্ঘ পথ পাড়ি দিতে পারব।'
উল্লেখ্য, আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি। দেশি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নিবে জাতীয় ক্রিকেট লিগের সাত দল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট ও ঢাকা মেট্রো। আট দলের টুর্নামেন্টের লিগ পর্বের খেলা হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম আউটার মাঠে। প্লে অফের চার ম্যাচ হবে ঢাকার হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৪ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
এনসিএল টি-টোয়েন্টি ২০২৪-২৫ এর সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ম্যাচ দেখা যাবে টি-স্পোর্টস অ্যাপে। ভারতে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোড ও বিশ্বের বাকি অংশে টি-স্পোর্টস ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচ।
বিপিএলের ন্যায় প্রতি বছরই অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি।