বিকেএসপিতে যেকারণে দুই ডিপিল ম্যাচ স্থগিত হল
- 1
অবসরের পরেও মাঠে, প্রশ্নের মুখে মুশফিক-রিয়াদ : প্রশ্নবিদ্ধ ক্রিকেট নীতি ও নৈতিকতা
- 2
‘বাংলাদেশ তো চ্যাম্পিয়ন’ ভুল জানতেন আফগান কোচ
- 3
নেওয়াজকে বিশ্বসেরা বললেন পাক কোচ, কূটনৈতিক জবাব দিলেন ভারতীয় কোচ
- 4
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে কাজ শুরু করলেন সাইমন টফেল
- 5
রাজনৈতিক সংবেদনশীলতায় সংহতি, হ্যান্ডশেক না করা নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া ভারতীয় অধিনায়ক ও পাকিস্তান কোচের

বিকেএসপিতে যেকারণে দুই ডিপিল ম্যাচ স্থগিত হল
বিকেএসপিতে যেকারণে দুই ডিপিল ম্যাচ স্থগিত হল
ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা ও সৃষ্ট যানজটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দু’টি ম্যাচ আজ স্থগিত হয়েছে। সাভারের বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচ আয়োজন হওয়র কথা ছিল। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্ট যানজটের কারণে খেলোয়াড়েরা যেতে পারেনি বিকেএসপির মাঠে। ফলে এই ম্যাচ দুটি আগামীকাল হবে বলে এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় আজ ভোর সাড়ে ৫ টার দিকে একটি দুর্ঘটনা ঘটে। যেখানে তেলবাহী একটি লরি উল্টে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে যায় আশপাশে। যেখান থেকে অন্য ট্রাক ও গাড়িতেও ছড়িয়ে যায় এ আগুন। এ ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়াও আহতদের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।
এমন ঘটনায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সাভার অঞ্চলে প্রিমিয়ার লিগের যে দুইটি ম্যাচ হওয়ার কথা ছিল, তা স্থগিত হয়ে যায়। মূলত দলগুলো সেখানে পৌঁছাতে পারেনি। আগামীকাল (৩ এপ্রিল) এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা যায়। পাশাপাশি আগামীকালের ম্যাচ আগামী ৪ এপ্রিল নেওয়া হয়েছে। এদিন প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ ছিল না।
সাভারের ম্যাচ স্থগিত হলেও, ফতুল্লায় দিনের অন্য ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়েছে। যেখানে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান।