Image

ডেভিড ও পোলার্ডকে জরিমানা করল আইপিএল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ডেভিড ও পোলার্ডকে জরিমানা করল আইপিএল

ডেভিড ও পোলার্ডকে জরিমানা করল আইপিএল

ডেভিড ও পোলার্ডকে জরিমানা করল আইপিএল

মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ব্যাটার টিম ডেভিড এবং ব্যাটিং কোচ কাইরন পোলার্ডকে জরিমানার আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার পাঞ্জাব কিংস (পিবিকেএস) ও মুম্বাইয়ের ম্যাচে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর কোড অন কন্ডাক্ট ভাঙার দায়ে এই দুইজনকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আইপিএলের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি মতে, ডেভিড ও পোলার্ড অনুচ্ছেদ ২.২০ এর লেভেল-১ ভেঙেছেন। যেখানে স্পিরিট অব দ্যা গেমের পুরো বিবরণী উল্লেখ করা থাকে। যদিও তাদের দোষ বা ত্রুটি কী ছিল, তা নির্দিষ্ট করে জানা যায়নি। 

উক্ত অনুচ্ছেদে উল্লেখ আছে, অপরাধের গুরুতরতা মূল্যায়ন করার সময়, নির্দিষ্ট পরিস্থিতির প্রেক্ষাপট এবং এটি ইচ্ছাকৃত, বেপরোয়া, অবহেলা, এড়ানো যায় বা দুর্ঘটনাজনিত ছিল কি না তা বিবেচনা করা হয়ে থাকে। 

ডেভিড ও পোলার্ড দুজনেই তাদের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সঞ্জয় ভার্মার দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

মুম্বাই, পাঞ্জাবের বিপক্ষে সেদিনের ম্যাচ জিতে নেয় ৯ রানে। পয়েন্ট টেবিলে এখন দলটির অবস্থান সপ্তম স্থানে। সাত ম্যাচের মধ্যে ৩ জয় এবং ৪ জয় নিয়ে অবস্থান করছে তারা। মুম্বাইয়ের পরের ম্যাচ আগামী সোমবার, রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়পুরে। 

Details Bottom