ফুটবলের দখলে ক্রিকেট মাঠ, ক্ষুব্ধ আসিফ আকবর
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর
-
2
শান্তের চোখে বাংলাদেশের বিশ্বকাপ: অভিনয় নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ
-
3
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
4
শেষ ওভারের নাটকে রাজশাহীকে হারাল চট্টগ্রাম
-
5
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
ফুটবলের দখলে ক্রিকেট মাঠ, ক্ষুব্ধ আসিফ আকবর
ফুটবলের দখলে ক্রিকেট মাঠ, ক্ষুব্ধ আসিফ আকবর
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর দেশের ক্রিকেটে মাঠ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন জেলায় ফুটবল ক্লাবগুলো স্টেডিয়াম দখল করে রাখায় ক্রিকেট কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
শনিবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’-এ বক্তব্য রাখতে গিয়ে আসিফ বলেন, “আমাদের বোর্ড সভাপতি ও কিছু কর্মকর্তা বাফুফের সঙ্গে সম্পৃক্ত। ক্লাবের সঙ্গে যুক্ত থাকলেই দেখা যায়, ফুটবল-ক্রিকেট-হকি—সবই তারা করতে চান। কিন্তু বাস্তবে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, ফুটবলারদের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না, সারা দেশে। তারা উইকেট নষ্ট করে ফেলে। কুমিল্লার লিগ এবার ম্যাট উইকেটে হবে, যা প্রাগৈতিহাসিক যুগের ক্রিকেটের মতো।”
তিনি অভিযোগ করেন, কুমিল্লার মতো দেশের প্রায় প্রতিটি জেলাতেই স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল ক্লাবগুলো। “আগামী ২৪ তারিখে আবাহনী-মোহামেডান ম্যাচ হবে কুমিল্লা স্টেডিয়ামে। যেখানে ফুটবলের কার্যক্রম নেই, সেখানেও মাঠ অকুপাই করে রেখেছে ফুটবল। ফুটবলারদের আচরণও খুব খারাপ,” বলেন আসিফ।
ক্রিকেটের স্বার্থে মাঠগুলো ক্রিকেটের জন্য উন্মুক্ত রাখতে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
“আমাদের বোর্ড সভাপতিকে বলব, অনতিবিলম্বে বাফুফের সঙ্গে বসুন। আমরা তো মারামারি করতে চাই না, কিন্তু প্রয়োজন হলে করব। কারণ, আমাদের ছেলেমেয়েদের খেলতে হবে,” যোগ করেন বিসিবির এই পরিচালক।
বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ বলেন, মাঠ সংকট সমাধান না হলে তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়ন ব্যাহত হবে।
“আমাদের সামনে অনেক বয়সভিত্তিক টুর্নামেন্ট, স্কুল ক্রিকেট, ট্যালেন্ট হান্ট—সব কিছুই মাঠের ওপর নির্ভরশীল। মাঠ না থাকলে আমরা কিছুই করতে পারব না,” বলেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতি আহ্বান জানিয়ে আসিফ বলেন, “সব খেলার জন্য আলাদা সময় নির্ধারণ করে একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করা দরকার। ফুটবল কতদিন হবে, ক্রিকেট কতদিন হবে। সুনির্দিষ্ট নীতিমালা থাকলে সংঘর্ষ কমবে।”
নিজেকে ‘অবসরপ্রাপ্ত ক্রিকেটার’ হিসেবে পরিচয় দিয়ে আসিফ আরও বলেন, “ক্রিকেট ভদ্রলোকের খেলা, কিন্তু আমি অতটা ভদ্র না। ফুটবল যদি মারপিট করে, আমিও করব। আমরা কারও কাছে টাকা বা কিডনি চাই না, শুধু খেলার অধিকার চাই।”
