Image

না ফেরার দেশে ভারতের প্রাক্তন ক্রিকেটার আবিদ আলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
না ফেরার দেশে ভারতের প্রাক্তন ক্রিকেটার আবিদ আলি

না ফেরার দেশে ভারতের প্রাক্তন ক্রিকেটার আবিদ আলি

না ফেরার দেশে ভারতের প্রাক্তন ক্রিকেটার আবিদ আলি

বিসিসিআই শোক প্রকাশ করেছে ভারতীয় সাবেক অলরাউন্ডার শ্রী সৈয়দ আবিদ আলির মৃত্যুতে। শ্রী সৈয়দ আবিদ আলি ১২ মার্চে পরলোক গমন করেছেন। ১৯৬০ ও ৭০-এর দশকে ভারতীয় ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন শ্রী সৈয়দ আবিদ আলি।

তিনি ভারতের হয়ে ২৯টি টেস্ট ম্যাচ এবং ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তার অলরাউন্ড প্রতিভা ভারতীয় ক্রিকেটে বিশেষ করে ১৯৭১ সালে ইংল্যান্ড এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সময় অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিল। তার বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিন ক্ষেত্রেই অবদান ছিল। তার সাহসিকতা এবং নিবেদিত মনোভাব তাকে ভারতীয় ক্রিকেট মহলে একটি সম্মানজনক অবস্থান এনে দেয়।

বিসিসিআই-এর সভাপতি রজার বিনি শোকবার্তা প্রকাশ করে বলেন, "শ্রী সৈয়দ আবিদ আলি ছিলেন একজন প্রকৃত অলরাউন্ডার, একজন ক্রিকেটার যিনি খেলার প্রকৃত আত্মাকে ধারণ করতেন। ১৯৭০-এর দশকে ভারতের ঐতিহাসিক বিজয়ে তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে। তার নিবেদন এবং বহুমুখীতা তাকে আলাদা করে তুলেছিল। এই কঠিন সময়ে তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা।"

বিসিসিআই-এর সম্মানিত সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, "শ্রী সৈয়দ আবিদ আলির অলরাউন্ড দক্ষতা এবং ভারতীয় ক্রিকেটে তার অবদান অত্যন্ত মূল্যবান। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের চিন্তা এবং প্রার্থনা রইল।"

বিসিসিআই এবং গোটা ক্রিকেট জগত শ্রী সৈয়দ আবিদ আলির মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে, যিনি ভারতীয় ক্রিকেটে একটি অমর ছাপ রেখে গেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three