দেখে নিন বিসিবির নতুন দায়িত্বে কে কোন পদে
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম
-
2
পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ
-
3
মিরপুরে আরেক মাইলফলকে বাংলাদেশ, আলোচনার কেন্দ্রবিন্দুতে তাইজুলের স্বপ্ন শুরু না হওয়া যাত্রা
-
4
ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
-
5
এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
দেখে নিন বিসিবির নতুন দায়িত্বে কে কোন পদে
দেখে নিন বিসিবির নতুন দায়িত্বে কে কোন পদে
গত ৬ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শুরু হয়েছে নতুন অধ্যায়। নবনির্বাচিত কমিটির প্রথম সভা শেষে ঘোষণা করা হয়েছে বিভিন্ন স্থায়ী ও কার্যনির্বাহী কমিটির দায়িত্ব বণ্টন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সভা শেষে এসব তথ্য জানিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার মিঠু। তিনি জানান, বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, যাতে নতুন কমিটি দ্রুত কাজ শুরু করতে পারে।
কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ ও ক্রিকেট সংগঠক নাজমুল আবেদিন ফাহিম।
ফাইনান্স কমিটির চেয়ারম্যান হয়েছেন নাজমুল ইসলাম, আর ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন।
ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফাইজুল রহমান মিঠু, গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে ইশতিয়াক সাদেক, টুর্নামেন্ট কমিটির নেতৃত্বে আহসান হাবীব,
আর এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির দায়িত্বে রয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হয়েছেন বুলবুল, ভাইস চেয়ারম্যান রাহাত শামস। ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটিতে দায়িত্ব পেয়েছেন সানিয়ান তানিম।
আম্পায়ারস কমিটির দায়িত্বে ইফতেখার রহমান,
আর মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির নেতৃত্বে এমডি শাখওয়াত হোসেন।
মেডিকেল কমিটির চেয়ারম্যান হয়েছেন এমডি মনজুরুল আলম, টেন্ডার অ্যান্ড পার্চেজ কমিটির চেয়ারম্যান আবুল বাশার, ভাইস চেয়ারম্যান হাসান উস সামান। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির নেতৃত্বে আমজাদ হোসেন, অডিট কমিটির দায়িত্বে মোখলেসুর রহমান, ওমেনস উইং কমিটির চেয়ারম্যান আব্দুল রাজ্জাক।
এছাড়া লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটির দায়িত্বে ইয়াসির মোহাম্মদ ফয়সাল, সিকিউরিটি কমিটির মেহরাব আলম চৌধুরী, সিসিডিএম এর দায়িত্বে রয়েছেন আব্দুল রহমান দিপন ও ফাইজুল রহমান মিঠু।
ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটির দায়িত্বে জুলফিকার আলী খান, হাই পারফরম্যান্স কমিটির খালেদ মাসুদ পাইলট, বাংলা টাইগার্স কমিটির রাহাত শামস এবং
ওয়েলফেয়ার কমিটির দায়িত্বে রয়েছেন মোখলেসুর আলম বাবু।
অন্যদিকে, বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, আর মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান।
সভা শেষে ইফতেখার মিঠু জানান,
“এই কমিটিগুলো আপাতত দুই মাসের জন্য করা হয়েছে। কেউ যদি দায়িত্বে পরিবর্তন চান, তারা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে পারবেন। আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্যই ছিল দায়িত্ব বণ্টন সম্পন্ন করা।”
নতুন বোর্ডের প্রথম পদক্ষেপেই শুরু হলো দায়িত্ব বণ্টনের মাধ্যমে পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করার প্রস্তুতি। ক্রিকেট অপারেশন্স থেকে বিপিএল গভর্নিং কাউন্সিল, সবখানেই নতুন মুখের অংশগ্রহণ বিসিবিতে নতুন উদ্যমের ইঙ্গিত দিচ্ছে বলাই যায়।
