Image

শান্ত-জাকিরদের ভালো করার টোটকা দিলেন ব্যাটিং কোচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শান্ত-জাকিরদের ভালো করার টোটকা দিলেন ব্যাটিং কোচ

শান্ত-জাকিরদের ভালো করার টোটকা দিলেন ব্যাটিং কোচ

শান্ত-জাকিরদের ভালো করার টোটকা দিলেন ব্যাটিং কোচ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ব্যাটাররা রান করেছেন মনের আনন্দে। কোনো চাপ ছাড়া ৫৩১ রানের সংগ্রহ তুলেছে তারা। এদিকে বাংলাদেশের ব্যাটাররা শেষ বিকেলে নেমে এক উইকেট হারিয়েছে। দিনের খেলার যখন আর মাত্র ২ ওভার বাকি, সেসময় মাহমুদুল হাসান জয় হারিয়েছেন নিজের উইকেট। বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প ব্যাটারদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করলেন সংবাদ সম্মেলনে।

দিনের শেষ দিকে ব্যাট করতে নামা সবসময়ই চ্যালেঞ্জ। বাংলাদেশের ব্যাটারদের কাছে সেই চ্যালেঞ্জ নতুন নয়। তবে মাঝেমধ্যে যে ধরনের সংগ্রাম ব্যাটারদের মধ্যে দেখা যায়, তা চিন্তার বটে। আজ দিনের শেষ দিকে লঙ্কানদের ইনিংস শেষ হয়। বাংলাদেশকে খেলতে হয় মাত্র ১৫ ওভার। সেটুকু সময়ের মধ্যে উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। ব্যক্তিগত ২১ রান করে ফিরেছেন জয়।

এ নিয়ে দিন শেষে গণমাধ্যমের সামনে হেম্প বলেন, “এটা চ্যালেঞ্জিং হতে পারে। আমাদের এসব ব্যাপারের সাথে মানিয়ে নিতে হবে, অভ্যস্ত হতে হবে। আমার মনে হয় এখানে ভাগ ভাগ করে খেলতে পারলে বিষয়টি সহজ হয়ে যাবে। যেমন কেউ যদি ভাবে আজ আমি অত ভালো করতে না পারলেও কাল তা পুষিয়ে দেব। আবার ১১-১২ ওভারের খেলা দুই ভাগে করলে কত হয় ৬ ওভার? মানে হচ্ছে ৩৬ বল। ফলে আমি আজ ৩৬ বল খেলব। একটি একটি করে বল মোকাবেলা করে সময়টা দক্ষতার সাথে পার করতে হবে। দুনিয়ার যেকোনো প্রান্তে টেস্ট ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেটে আপনাকে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ফলে ক্রিকেটাররা এতে অভ্যস্ত আছে। শুধু মাঠে কাজটা করে দেখাতে হবে। “

নাইটওয়াচম্যান হিসেবে তাইজুল ইসলামের নাম-ডাক রয়েছে। এর আগের টেস্টেও সেই প্রমাণ তিনি দিয়েছেন। আজকেও একই দায়িত্ব নিয়ে নেমেছেন তাইজুল। এই স্পিনারের ব্যাপারে হেম্প বলেন, “আগের ম্যাচে তো সে দারুণ একটি ইনিংস খেলেছে (নাইটওয়াচম্যান হিসেবে নেমে)। ফলে এবার যখন আমরা তার সাথে বিষয়টি নিয়ে আলাপ করলাম সে রাজি হল। ফলে এখানে কোনো সমস্যা নেই। সে এটি করতে রাজি আছে এবং খুশি আছে। দারুণ ব্যাপার। “

হেম্পের কণ্ঠে এখনো জেতার আশা পাওয়া গেল। বাংলাদেশ এখনো ৪৭৬ রানে পিছিয়ে আছে। চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের পক্ষে আসা শক্ত। আগামীকাল (তৃতীয় দিন) ৩ সেশন মিলে ভালো ব্যাটিংয়ের আশা করছেন টাইগারদের ব্যাটিং কোচ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three