Image

দুবাইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুবাইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুবাইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুবাইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর হয়েছিলো ২০১৭ সালে ইংল্যান্ডে। সেই আসরে সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেয় বাংলাদেশ। যদিও সেমিতে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। ৮ বছর পর এবার সেই ভারতকেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে পেয়েছে বাংলাদেশ। 

ভারতের বিপক্ষে ম্যাচে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত জানালেন আগে ব্যাটিং করার। একাদশে নেই মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। 

আজ ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপের বাকি দুই ম্যাচ খেলতে এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডি যাবে বাংলাদেশ দল।

২০১৭ সালে বার্মিংহামের সেই সেমিফাইনালে ভারতের কাছে ২৮ রানে হারে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই একবারই বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। আজ বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ, এমনকি আগের আসরের প্রতিশোধ নেওয়ারও বড় মঞ্চ। 

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব। 

ভারত একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, হারশিত রানা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three