বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা

বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা

বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশ থেকে আছেন যারা

টুর্নামেন্টের উত্তেজনা শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসরে নিজেদের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩০ জানুয়ারি) আইসিসি মেগা ইভেন্টের জন্য গ্রুপ পর্বে দায়িত্ব পালনকারী আম্পায়ার ও ম্যাচ রেফারির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, যেখানে জায়গা পেয়েছেন দেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

আইসিসি জানিয়েছে, গ্রুপ পর্বের জন্য মোট ছয়জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ার নির্বাচন করা হয়েছে। সুপার এইট ও নকআউট পর্বের জন্য দায়িত্বশীল অফিসিয়ালদের তালিকা পরে প্রকাশ করা হবে।

শরফুদ্দৌলা ইতিমধ্যেই ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ৫৪টিতে অন-ফিল্ড আম্পায়ার এবং ২১টিতে টিভি আম্পায়ার হিসেবে ছিলেন। অন্যদিকে, গাজী সোহেল ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে অন-ফিল্ড দায়িত্ব পালন করেছেন; এর মধ্যে ৪০টিতে তিনি আম্পায়ার এবং ১৯টিতে টিভি আম্পায়ার হিসেবে ছিলেন।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ পরিচালনা করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও নিউজিল্যান্ডের ওয়েইন নাইটস।

আইসিসির প্রকাশিত ম্যাচ অফিসিয়ালদের তালিকা:

ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ, ডেভিড গিলবার্ট, অ্যান্ড্রু পাইক্রফট ও ডিন কস্কার।

আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, কুমার ধর্মসেনা, রিচার্ড কেটলবরো, রিচার্ড ইলিংওয়ার্থ, রডনি টাকার, নিতিন মেনন, আহসান রাজা, ক্রিস গ্যাফানি, পল রেইফেল, অ্যালেক্স ওয়ার্ফ, স্যাম নোগাজস্কি, ডোনোভান কচ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, জয়ারামন মাদানাগোপাল, আল্লাহুদ্দিন পালেকার, আসিফ ইয়াকুব, ক্রিস ব্রাউন, কে এন এ পদ্মনাভান, ল্যাংটন রুসেরে, লেসলি রেইফার, রাভীন্দ্রা বিমালাসিরি, রোল্যান্ড ব্ল্যাক ও ওয়েন নাইটস।