দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ, ফলো অনের শঙ্কায় আয়ারল্যান্ড
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে-
1
জ্যামের কারণে খেলা দেখতে মাঠে পৌছাতে পারেননি আসিফ মাহমুদ
-
2
লর্ডসের স্মৃতি মনে করিয়ে মুশফিককে সাকিবের শুভেচ্ছা
-
3
মিরপুরে ইতিহাস ছুঁয়ে আবেগাপ্লুত মুশফিক: দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ সেঞ্চুরি
-
4
দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ, ফলো অনের শঙ্কায় আয়ারল্যান্ড
-
5
মিরপুরে রেকর্ডের বন্যা: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করে ইতিহাস গড়ল বাংলাদেশ
দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ, ফলো অনের শঙ্কায় আয়ারল্যান্ড
দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ, ফলো অনের শঙ্কায় আয়ারল্যান্ড
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে টেস্টের চিত্র যেন একেবারেই বাংলাদেশিদের সুবিধায়। দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডের পাঁচটি উইকেট তুলে নিয়ে ফলোঅনের ভয়াভয় সৃষ্টি করেছে স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আয়ারল্যান্ড, ফলে এখনও তারা ৩৭৮ রানে পিছিয়ে। ফলোঅনের ঝুঁকি এড়াতে আয়ারল্যান্ডকে এখন আরও ১৭৮ রানের বড় জুটি গড়তে হবে।
রান সংগ্রহের শুরুতে আয়ারল্যান্ডের ওপেনাররা কিছুটা স্থিতিশীল ছিলেন। পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নি ৪১ রানের উদ্বোধনী জুটি গড়ে, কিন্তু খালেদ আহমেদ স্টার্লিংকে ২৭ রানে এলবিডব্লিউ করে প্রথম আঘাত করেন। এরপর বালবির্নি (২১) হন হাসান মুরাদের বোলিংয়ের শিকার, আর চাদে কারমাইকেলকে ১৭ রানে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। কুর্তিস ক্যাম্ফারকে ০ রানে বোল্ড করেন হাসান মুরাদ, এবং তাইজুল ইসলাম হ্যারি টেক্টরের (১৪) লেগ-বিফোরে উইকেট নেন। মাত্র ৯৪ রানে আয়ারল্যান্ডের ৫ উইকেট পতনের মধ্য দিয়ে রঙিন বোলিং শো দেখান বাংলাদেশের বোলাররা।
এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের শতক এবং লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির মধ্য দিয়ে ৪৭৬ রানের শক্ত অবস্থান গড়ে। মুশফিক ১০৬ রানে আউট হয়ে ১০০তম টেস্টে সেঞ্চুরি করে দলকে শক্ত ভিত্তি প্রদান করেন। লিটন দাস ১২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে মিরাজের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়ে দলের অবস্থান আরও শক্তিশালী করেন। শেষদিকে হাসান মুরাদ ১১ এবং এবাদত হোসেন অপরাজিত ১৮ রানে যোগ দেন।
প্রথম দিন বাংলাদেশের ব্যাটিং শুরু হয় সাদমান ও মাহমুদুলের ৫২ রানের উদ্বোধনী জুটির মাধ্যমে। ম্যাকব্রাইন উভয়কে সাজঘরে ফেরান এবং নাজমুল হোসেন শান্ত মাত্র ৮ রানে আউট হন। এরপর মুশফিকের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে এগিয়ে যায় স্বাগতিকরা। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
