সাকিবকে নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
সাকিবকে নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ
সাকিবকে নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ
গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ দিল্লিতে টাইগারদের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। জয়ের বিকল্প নেই টাইগারদের, এমন সমীকরণের ম্যাচে টসে জিতলেন নাজমুল হোসেন শান্ত। ভারতকে পাঠালেন আগে ব্যাটিংয়ে।
বাংলাদেশ সেরা একাদশে এক পরিবর্তন এনেছে। পেসার শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। বিপরীতে, ভারতের একাদশ অপরিবর্তিত।
প্রথম ম্যাচ হারলেও অবশ্য সিরিজে ফিরে আসার সুযোগ আছে বাংলাদেশের। আজ ৯ অক্টোবর, বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দু’দল। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। নইলে টেস্টের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হারের লজ্জায় পড়তে হবে শান্ত-মিরাজদের।
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে রেকর্ড ভালো না বাংলাদেশের। ১৫ ম্যাচের ১৪টিতে হেরেছে টাইগাররা। তবে বাংলাদেশের একমাত্র জয়টি এই দিল্লিতেই। মধুর সেই স্মৃতিও হতে পারে বাংলাদেশের জন্য বড় শক্তি। শান্তদের ঘুরে দাঁড়ানোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
বাংলাদেশ একাদশ- লিটন দাস (উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ-অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং ও মায়াঙ্ক যাদব।