Image

নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়ে মাঠের বাইরে আজম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়ে মাঠের বাইরে আজম

নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়ে মাঠের বাইরে আজম

নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়ে মাঠের বাইরে আজম

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটার আজম খান। পায়ের কাফ-মাসলে চোট পেয়ে মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ব্যাটারকে। মোটামুটি ১০ দিনের জন্য তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে বলে নিশ্চিত হওয়া যায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে যে বিবৃতি প্রকাশ পেয়েছে, সেখানে বলা আছে আজম এখন পাকিস্তান স্কোয়াড ছেড়ে যাবেন। লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমির উদ্দেশ্যে, সেখানে তার পুনর্বাসন প্রক্রিয়ার পুরো কাজ সম্পন্ন হবে।

পিসিবির মেডিকেল দলের নজরদারিতে থাকবেন আজম। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে যে ট্রেনিং করেছিল পাকিস্তান দল, তখন এই ক্রিকেটারের চোটের ব্যাপারটি কিছুটা প্রকাশ পায়।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আজম। সর্বশেষ ম্যাচটি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, গত জানুয়ারিতে। বড় শট খেলতে পারেন বলে বেশ নামডাক রয়েছে তার। তবে মোট ৭ ইনিংস খেলে কেবল ২৯ রান সংগ্রহ করেছেন এই ব্যাটার, যেখানে তার সর্বোচ্চ সংগ্রহ ১০ রান।

যদিও সর্বশেষ পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) ১০ ইনিংস খেলে ২২৬ রান সংগ্রহ করেন এই ব্যাটার। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ১৭১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, দলটি পেয়েছে শিরোপার স্বাদ।

সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ভালো পারফর্ম করেন আজম। যেখানে ১২ ইনিংস খেলে ১৫৫.৫৫ স্ট্রাইক রেট সহযোগে সংগ্রহ ক্রএন ২২৪ রান। তার দল গুয়েনা অ্যামাজন ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আজম খান’কে নিয়ে আলোচনা রয়েছে। স্কোয়াডে থাকার অন্যতম দাবিদার তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three