Image

এশিয়া কাপে স্পনসরহীন ভারত

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এশিয়া কাপে স্পনসরহীন ভারত

এশিয়া কাপে স্পনসরহীন ভারত

এশিয়া কাপে স্পনসরহীন ভারত

আসন্ন এশিয়া কাপে স্পনসর ছাড়াই মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে যাওয়া দলটির জার্সিতে এবারের আসরে থাকবে না কোনো প্রধান পৃষ্ঠপোষকের লোগো।

সম্প্রতি ভারত সরকার অনলাইন জুয়া ও গেম সংক্রান্ত সব প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে। গত ২১ আগস্ট দেশটিতে পাস হয় প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব গেমিং বিল ২০২৫। এর প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ড্রিম১১-এর ওপর। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও নতুন আইন কার্যকর হওয়ায় বাধ্য হয়ে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অনলাইন ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্মটি।

ফলে এশিয়া কাপের শুরুতে ভারতীয় দল থাকছে স্পনসরশূন্য। বিসিসিআই ইতোমধ্যে নতুন স্পনসর খুঁজতে দরপত্র আহ্বান করেছে। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে অফেরতযোগ্য ৫ লাখ রুপি (বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার ৬৭৫ ডলার) জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। দরপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর।

তবে শুরুর ম্যাচগুলোতে জার্সিতে কোনো লোগো ছাড়াই খেলতে হবে ভারতকে। বিসিসিআই স্পষ্ট করেছে, নতুন চুক্তিতে মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বাজি ও জুয়ার সাইট, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং কোম্পানি, তামাকজাত দ্রব্য কিংবা নৈতিকতাবিরোধী কোনো প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না। নতুন স্পনসর পাওয়া গেলে চুক্তি বহাল থাকবে ২০২৮ সাল পর্যন্ত।

আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। এবারের আসরে ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমান। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three