Image

আইএলটি-টোয়েন্টিতে শুরুর দিনই মাঠে নামবে মোস্তাফিজরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 36 সেকেন্ড আগে
আইএলটি-টোয়েন্টিতে শুরুর দিনই মাঠে নামবে মোস্তাফিজরা

আইএলটি-টোয়েন্টিতে শুরুর দিনই মাঠে নামবে মোস্তাফিজরা

আইএলটি-টোয়েন্টিতে শুরুর দিনই মাঠে নামবে মোস্তাফিজরা

সংযুক্ত আরব আমিরাতের জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইএলটি–টোয়েন্টির চতুর্থ আসর শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। উদ্বোধনী দিনেই মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে তার দল দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে গতবারের রানার্স–আপ ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে।

মোস্তাফিজ এবারই প্রথমবার খেলতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। নিসন্দেহে আইপিএল, পিএসএল ও লঙ্কা প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন তিনি। সম্প্রতি ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে এ টুর্নামেন্টে তাকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

তবে একই সময়ে বিপিএল চলমান থাকলে তার খেলা হতে পারে অনিশ্চিত। এবারের আসরে চার দিনে হবে দুটি করে ম্যাচ, আর বাকি দিনগুলোতে একটি করে। ২৮ ডিসেম্বর শেষ হবে লিগ পর্ব। এরপর ৩০ ডিসেম্বর শুরু হবে প্লে–অফ। ৪ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

উল্লেখ্য, দুবাই ক্যাপিটালস গত দুই আসরেই ফাইনাল খেলেছে। ২০২৪ সালে তারা শিরোপা জিতেছিল ডেজার্ট ভাইপার্সকে হারিয়ে। এর আগে শিরোপা জিতেছিল এমআই এমিরেটস (২০২৪) ও গালফ জায়ান্টস (২০২৩)। এবারও ম্যাচগুলো আয়োজন করা হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three