নিউজিল্যান্ড নারী দলের সহকারী কোচের দায়িত্বে ক্রেইগ ম্যাকমিলান
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 7 মিনিট আগে- 1
চলে যাচ্ছেন উড, ব্যাটিং দেখভালের দায়িত্বে সালাউদ্দিন
- 2
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 3
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 4
সাকিবের ঝলক, তবে জয়ের মঞ্চে সেইফার্টের দাপট
- 5
সিলেটে নাসুমের স্পিন ঘূর্ণিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

নিউজিল্যান্ড নারী দলের সহকারী কোচের দায়িত্বে ক্রেইগ ম্যাকমিলান
নিউজিল্যান্ড নারী দলের সহকারী কোচের দায়িত্বে ক্রেইগ ম্যাকমিলান
নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলে পূর্ণকালীন সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্ল্যাকক্যাপস তারকা ক্রেইগ ম্যাকমিলান। প্রায় এক বছর আংশিক সময়ের চুক্তিতে হোয়াইট ফার্নসের সঙ্গে যুক্ত থাকার পর এবার তাকে স্থায়ীভাবে দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ম্যাকমিলান ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে কাজ করবেন প্রধান কোচ বেন সয়ার ও ডিন ব্রাউনলির সঙ্গে। এই সপ্তাহ থেকেই তার দায়িত্ব কার্যকর হয়েছে। নতুন দায়িত্বের কারণে তিনি ধারাভাষ্য ও অন্যান্য কোচিং দায়িত্ব থেকেও সরে দাঁড়াবেন। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সঙ্গেও ছিলেন ম্যাকমিলান। এবার পূর্ণকালীন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে ম্যাকমিলান বলেন, "হোয়াইট ফার্নসের সঙ্গে এই ভূমিকায় থাকতে পেরে আমি ভীষণ খুশি। নারীদের ক্রিকেট ক্রমেই শক্তিশালী হচ্ছে, আর আমি প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কাজ চালিয়ে যেতে উন্মুখ। তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে চাই। গত এক বছর এত দ্রুত কেটে গেছে, প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। এই দল সবসময় উন্নতি করছে, একে অপরকে চ্যালেঞ্জ করছে এবং বিশ্বমঞ্চে বিশেষ কিছু করে দেখাচ্ছে।”
আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে তিনি আরও বলেন, " ৫০ ওভারের বিশ্বকাপের আগে আমরা বেশ কিছু ক্যাম্প করেছি, যার মধ্যে ভারতের চেন্নাইয়ে একটি গুরুত্বপূর্ণ ক্যাম্পও ছিল। সেখানে খেলোয়াড়রা ভারতীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে, যা অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপে কাজে লাগবে। দলটি আবারও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছে।”
উল্লেখ্য, নিউজিল্যান্ড নারী দলের বিশ্বকাপ স্কোয়াড আগামী ১০ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।