'ভারতের টি–টোয়েন্টি দলে জায়গা পেতে শ্রেয়াসকে আর কী করতে হবে?'

'ভারতের টি–টোয়েন্টি দলে জায়গা পেতে শ্রেয়াসকে আর কী করতে হবে?'
'ভারতের টি–টোয়েন্টি দলে জায়গা পেতে শ্রেয়াসকে আর কী করতে হবে?'
এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। ধারাবাহিক পারফরম্যান্সের পরও স্কোয়াডে নাম না থাকায় অবাক ভক্তরা। আইয়ারের বাবা সন্তোষ আইয়ারও ছেলের বাদ পড়াকে মেনে নিতে পারছেন না। তিনি প্রশ্ন তুলেছেন, “ভারতের টি–টোয়েন্টি দলে জায়গা পেতে শ্রেয়াসকে আর কী করতে হবে?”
আইপিএল থেকে ঘরোয়া ক্রিকেট—সব জায়গায়ই দারুণ পারফর্ম করেছেন আইয়ার। কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দেওয়ার পর এবার পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন অধিনায়ক হিসেবে। সাম্প্রতিক আসরেই করেছেন ৬০০–এর বেশি রান, স্ট্রাইক রেট ছিল ১৭৫–এরও বেশি। তবু এশিয়া কাপের দলে সুযোগ পাননি তিনি।
ওয়ানডে ফরম্যাটে নিয়মিত মুখ হলেও ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ছিল আইয়ারের সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ, যেখানে তিনি করেছিলেন ৩৭ বলে ৫৩ রান। এরপর আর দলে ডাক পাননি।
এ প্রসঙ্গে ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ মনে করেন, নির্বাচকরা আইয়ারের প্রতি অবিচার করেছেন। তবে প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, “আইয়ারের দোষ নেই, আমাদেরও নয়। কিন্তু দলে তো জায়গা মাত্র ১৫ জনের।”
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়া কাপের, যেখানে আইয়ারের অভাব নিয়েই খেলতে নামবে ভারত।