Image

শীর্ষ অলরাউন্ডার হয়ে জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ইতিহাস রাজার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 17 মিনিট আগে
শীর্ষ অলরাউন্ডার হয়ে জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ইতিহাস রাজার

শীর্ষ অলরাউন্ডার হয়ে জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ইতিহাস রাজার

শীর্ষ অলরাউন্ডার হয়ে জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ইতিহাস রাজার

জিম্বাবুয়ের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক অনন্য কীর্তি গড়লেন দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। এর মধ্য দিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটে রচনা করেছেন নতুন অধ্যায়। দেশটির ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার র‍্যাংঙ্কিংয়ে এক নম্বর আসনে বসেছেন তিনি।

গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন রাজা। ব্যাট হাতে দুটি হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে প্রথম ম্যাচে ১০ ওভারে মাত্র ৪৮ রান দিয়ে নেন একটি উইকেট। যদিও দল হেরে যায় দুই ম্যাচেই, তবে রাজার পারফরম্যান্স ছিল বেশ উজ্জ্বল।

বুধবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসির হালনাগাদ ্যাংঙ্কিংয়ে দেখা যায়, অলরাউন্ডার তালিকায় দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন রাজা। তার রেটিং পয়েন্ট এখন ৩০২। মাত্র ছয় পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) এবং তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ নবি (২৯২)। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন চারে।

শুধু অলরাউন্ডার নয়, ব্যাটিং ও বোলিংয়েও উন্নতি হয়েছে রাজার। ব্যাটিং র‍্যাংকিংয়ে নয় ধাপ লাফিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে, আর বোলিংয়ে এক ধাপ এগিয়ে ৩৮তম স্থানে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three