পাকিস্তানকে হারিয়ে শিরোপার লড়াইয়ের আরও কাছে আফগানিস্তান
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 12 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে- 1
আইএলটি-টোয়েন্টিতে শুরুর দিনই মাঠে নামবে মোস্তাফিজরা
- 2
কোচিংয়ে ঐতিহাসিক উদ্যোগ, অ্যাশলে রসের নেতৃত্বে বিসিবির নিজস্ব লেভেল থ্রি কোর্স
- 3
টি-টোয়েন্টি মেজাজে টেস্ট মাইন্ডসেট: বিসিবিতে বুলবুলের ‘সৌম্য’ উত্তরণ
- 4
শ্রীলঙ্কার বিপক্ষে উইলিয়ামস ও টেইলরকে নিয়ে জিম্বাবুয়ের দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ড নারী দলের সহকারী কোচের দায়িত্বে ক্রেইগ ম্যাকমিলান

পাকিস্তানকে হারিয়ে শিরোপার লড়াইয়ের আরও কাছে আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে শিরোপার লড়াইয়ের আরও কাছে আফগানিস্তান
শারজাহতে জমে উঠেছে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে দিল আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও সেদিকউল্লাহর দুর্দান্ত অর্ধশতকে ভর করেই জয় ছিনিয়ে নেয় রশিদ খানের দল।
টস জিতে আগে ব্যাট করে শুরুটা ভালো হয়নি আফগানদের। দ্বিতীয় ওভারেই রহমানউল্লাহ গুরবাজ ফেরেন সাজঘরে। তবে সেদিকউল্লাহ আর ইব্রাহিম দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ১১৩ রানের জুটি। ধীর শুরুর পর গতির ঝলক দেখান দুজনেই। সেদিকউল্লাহ খেলেন ৪৫ বলে ৬৪ রান (৩ চার, ৩ ছক্কা), আর ইব্রাহিম করেন ৪৫ বলে ৬৫ (৮ চার, ১ ছক্কা)। শেষ দিকে বড় রান না এলেও তাদের ইনিংসে ভর করেই আফগানিস্তান দাঁড় করায় ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। পাকিস্তানের হয়ে ২৭ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ফাহিম আশরাফ।
লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান হারায় দ্রুত উইকেট। ওপেনার সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানকে ফেরান ফজলহক ফারুকি। ফখর জামান–আগা সালমান জুটি কিছুটা আশা জাগালেও ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন হারিস রউফ। দশ নম্বরে নেমে মাত্র ১৬ বলে ৪ ছক্কায় খেলেন ক্যারিয়ার–সেরা ৩৪ রানের ঝলমলে ইনিংস। সুফিয়ান মুকিমকে নিয়ে শেষ উইকেটে যোগ করেন ৪০ রান, যা পাকিস্তানের টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ শেষ উইকেট জুটি। কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হয়নি। ২০ ওভারে থামে ১৫১ রানে।
আফগান বোলারদের মধ্যে নুর আহমেদ, মোহাম্মদ নবী, রশিদ খান ও ফজলহক ফারুকি নেন সমান ২টি করে উইকেট। এ ম্যাচেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হয় রহস্যময় স্পিনার আল্লাহ গজরফরের। ৩ ওভারে ২৪ রান দিলেও উইকেট পাননি তিনি।
তিন ম্যাচে দুই জয়ে আফগানিস্তানের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। সমান ম্যাচে পাকিস্তানেরও পয়েন্ট ৪। দু’দলই ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে, আর কোনো জয় না পাওয়া স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত পড়ে আছে তলানিতে।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৬৯/৫ (গুরবাজ ৮, সেদিকউল্লাহ ৬৪, ইব্রাহিম ৬৫, ওমারজাই ৪, জানাত ৮, নাবি ৬, রাশিদ ৮; আফ্রিদি ৪-০-২৭-০, সাইম ৪-০-১৮-১, রউফ ৩-০-৩৮-০, নাওয়াজ ২-০-২৪-০, সুফিয়ান ৩-০-৩৩-০, ফাহিম ৪-০-২৭-৪)
পাকিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (সাহিবজাদা ১৮, সাইম ০, ফাখার ২৫, সালমান ২০, হাসান নাওয়াজ ৯, মোহাম্মদ নাওয়াজ ১২, হারিস ১, আশরাফ ১৪, আফ্রিদি ০, রউফ ৩৪*, সুফিয়ান ৭*; গাজানফার ৩-০-২৪-০, ফারুকি ৩-০-২১-২, ওমারজাই ০-০-০-০, রাশিদ ৪-০-৩০-২, নাবি ৪-০-২০-২, নুর ৪-০-২০-২)