Image

সাকিবের ঝলক, তবে জয়ের মঞ্চে সেইফার্টের দাপট

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
সাকিবের ঝলক, তবে জয়ের মঞ্চে সেইফার্টের দাপট

সাকিবের ঝলক, তবে জয়ের মঞ্চে সেইফার্টের দাপট

সাকিবের ঝলক, তবে জয়ের মঞ্চে সেইফার্টের দাপট

দেশের ক্রিকেটে নির্বাসিত, কিন্তু বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন, ব্যাট হাতে তিনি এখনও ভয়ংকর। তবে সিপিএলে সেন্ট লুসিয়ার বিরুদ্ধে তার সেই ঝড়ো ইনিংসও হার ঠেকাতে পারেনি। দিন শেষে জয় ছিনিয়ে নিলেন প্রতিপক্ষ ওপেনার টিম সেইফার্ট।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নামা সাকিব শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন। প্রথমে দল পড়েছিল বিপদে, ৫১ রানে হারিয়ে বসে দুই উইকেট। সেখান থেকে ওপেনার আমির জাঙোকে নিয়ে গড়েন ৯৫ রানের জুটি। মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করেন সাকিব, যেখানে একটি ওভারে ডেভিড ওয়েসিকে মারেন ২২ রান (৩ চার, ২ ছক্কা)।

শেষ পর্যন্ত ২৬ বলে ৬১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি, হাঁকান ৫টি চার ও ৫টি ছক্কা।

২০২৩ বিশ্বকাপের পর চোখের সমস্যায় পড়েন সাকিব। মানসিকভাবে শক্ত থাকলেও ব্যাট হাতে ফর্মে ফিরতে লেগেছে সময়। ঐচ্ছিক অনুশীলনে মনোযোগী হয়ে নিজেকে তৈরি করেছেন নতুনভাবে, যা সাকিবের ক্যারিয়ারে বিরল। এই ইনিংসই ইঙ্গিত দিচ্ছে, ফিরছেন পুরনো রূপে, ফিরছেন সেই লড়াকু সাকিব।

তবে বোলিংয়ে যেন আজ ছিলেন ছন্দহীন, বল হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। প্রথম ওভারে আঁটসাঁট বোলিং করলেও দ্বিতীয় ওভারে সেইফার্টের কাছে মার খান ২২ রান সাকিব, ৩ চার ও ২ ছক্কায় সাজানো সেইফার্টের এক ওভার। শেষ পর্যন্ত ২ ওভারে ৩২ রান দিলেও পাননি কোনো উইকেট।

২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট লুসিয়া কিংসের ওপেনার টিম সেইফার্ট একাই গড়েন ইতিহাস। ৫৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ শেষ করেন ছক্কা মেরে।
তার ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। সেন্ট লুসিয়া জয় তুলে নেয় ১৭.৩ ওভারে, ৬ উইকেট হাতে রেখেই।

সাকিবের ব্যাটে ফিরে আসার ইঙ্গিত যেমন আশার আলো দেখায়, ঠিক তেমনই আজকের ম্যাচের বোলিংয়ে তার ধার কমে যাওয়া ভাবনার বিষয়। তবে এই ইনিংস প্রমাণ করে, সাকিব এখনও মাঠে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন!

ম্যাচ সেরা: টিম সেইফার্ট

Details Bottom
Details ad One
Details Two
Details Three