ফিক্সিংয়ে এক কোটি রুপির প্রলোভন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 24 মিনিট আগে
ফিক্সিংয়ে এক কোটি রুপির প্রলোভন
ফিক্সিংয়ে এক কোটি রুপির প্রলোভন
ক্রিকেটে ফিক্সিংকে বলা হয় মারাত্মক ব্যাধি। সেই ব্যাধির ছায়া এবার পড়েছে ভারতের স্থানীয় টুর্নামেন্ট ইউপি টি-টোয়েন্টি লিগে। কাশি রুদ্র দলের ম্যানেজার অর্জুন চৌহানকে ইন্সটাগ্রামে ফিক্সিংয়ের প্রস্তাব দেন এক জুয়াড়ি। প্রস্তাবে বলা হয়, খেলোয়াড়রা যদি নির্দিষ্টভাবে পারফর্ম করেন তবে মিলবে এক কোটি রুপি, সঙ্গে অতিরিক্ত কমিশন।
হঠাৎ পাওয়া এ প্রস্তাবে বিচলিত না হয়ে অর্জুন সরাসরি পুলিশের দ্বারস্থ হন। পরে সুশান্ত গলফ সিটি থানায় দায়ের হয় মামলা। অভিযোগপত্রে উল্লেখ আছে, ‘@vipss_nakrani’ নামের একটি আইডি থেকে আসা বার্তা ও ভয়েস কলে স্পষ্টভাবে ফিক্সিংয়ের প্রলোভন দেওয়া হয়েছিল। শর্ত মেনে নিলে ডলারে অর্থ পরিশোধের প্রতিশ্রুতিও দেন ওই ব্যক্তি।
ঘটনার পর অর্জুনের সরবরাহ করা স্ক্রিনশট, ভয়েস ক্লিপ ও মেসেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিট। তাদের প্রাথমিক মূল্যায়নে বিষয়টি একটি সংগঠিত ফিক্সিং চক্রের অংশ বলেই ধারণা করা হচ্ছে।
১৭ আগস্ট শুরু হওয়া ইউপি টি-টোয়েন্টি লিগের পর্দা নামবে আগামী শনিবার। জাতীয় দলের তারকা ভুবনেশ্বর কুমার ও রিংকু সিংয়ের মতো ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই আসরে। এমন পরিস্থিতি টুর্নামেন্টকেই নাড়িয়ে দিয়েছে।