Image

বাজে ফিল্ডিংয়ে সবার ওপরে পাকিস্তান

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
বাজে ফিল্ডিংয়ে সবার ওপরে পাকিস্তান

বাজে ফিল্ডিংয়ে সবার ওপরে পাকিস্তান

বাজে ফিল্ডিংয়ে সবার ওপরে পাকিস্তান

এশিয়া কাপের আগে প্রস্তুতি সিরিজেও মুখ থুবড়ে পড়ছে পাকিস্তান। আরব আমিরাতে চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টে আফগানিস্তানের কাছে হেরেছে সালমান আগাদের দল। এই ব্যর্থতার মূল কারণ দলের ভঙ্গুর ফিল্ডিং বিভাগ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর পরিসংখ্যান অনুযায়ী, গত দেড় বছরে সবচেয়ে বাজে ফিল্ডিং করা দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। দলটির ক্যাচিং দক্ষতা মাত্র ৮১.৪ শতাংশ। 

২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তান ফেলেছে ৪৮টি ক্যাচ, মিস করেছে ৯৮টি রান-আউট সুযোগ এবং করেছে ৮৯টি মিসফিল্ডিং। ৪১টি আন্তর্জাতিক দলের মধ্যে ক্যাচ মিস ও রান-আউট মিসের তালিকায় পাকিস্তান শীর্ষে। মিসফিল্ডিংয়ে তাদের অবস্থান দ্বিতীয়, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ৯০ বার মিসফিল্ডিং করে শীর্ষে রয়েছে। এছাড়া পাকিস্তানের ফিল্ডাররা এ সময়ে ১৬ বার ওভারথ্রো করে প্রতিপক্ষকে বাড়তি রান দিয়েছে।

ত্রিদেশীয় টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের ফিল্ডিং ব্যর্থতা বড় ভূমিকা রেখেছে। সহজ ক্যাচ ছাড়াও গুরুত্বপূর্ণ মুহূর্তে রান-আউট সুযোগ হাতছাড়া হওয়ায় ম্যাচের মোড় ঘুরে যায় আফগানিস্তানের পক্ষে। ফলে আসন্ন এশিয়া কাপের আগে পাকিস্তান দলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিং। বিশেষজ্ঞদের মতে, দ্রুত এই বিভাগে উন্নতি না ঘটাতে পারলে বড় মঞ্চে ভরাডুবি এড়ানো কঠিন হবে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three