Image

ইংল্যান্ড দলে ফিরলেন স্যাম কারান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 12 মিনিট আগে
ইংল্যান্ড দলে ফিরলেন স্যাম কারান

ইংল্যান্ড দলে ফিরলেন স্যাম কারান

ইংল্যান্ড দলে ফিরলেন স্যাম কারান

প্রায় ১০ মাসের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে স্যাম কারানের। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

ইসিবির ঘোষণায় জানানো হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেটকে। এর আগে তাকেসহ বেশ কয়েকজনকে আয়ারল্যান্ড সিরিজ থেকে বিশ্রামে রাখা হয়েছিল। দুটো সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সর্বশেষ শুক্রবারই স্কোয়াডে কারানের অন্তর্ভুক্তি নিশ্চিত করে তারা।

২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ ইংল্যান্ড জার্সিতে মাঠে নামেন কারান, টি-টোয়েন্টিতে। এরপর আর কোনো সংস্করণেই খেলার সুযোগ মেলেনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৪ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি। ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল এই অলরাউন্ডারের; ফাইনাল ও পুরো আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই জাতীয় দলে ফেরা ২৭ বছর বয়সী কারানের। চলতি গ্রীষ্মে ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’ ও ‘দ্য হান্ড্রেড’ মিলিয়ে ২৪ ম্যাচে ১৫৪.২১ স্ট্রাইক রেটে ৬০৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৩৩ উইকেট।

আগামী বুধবার কার্ডিফে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ সেপ্টেম্বর থেকে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে হবে আরও তিন ম্যাচের সিরিজ।

এর আগে প্রোটিয়াদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরেছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে আগামী রোববার।

Details Bottom