বাংলাদেশকে ‘আউটস্ট্যান্ডিং’ আখ্যা দিয়ে এশিয়া কাপের একাদশ সাজালেন আকাশ চোপড়া
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে ‘আউটস্ট্যান্ডিং’ আখ্যা দিয়ে এশিয়া কাপের একাদশ সাজালেন আকাশ চোপড়া
বাংলাদেশকে ‘আউটস্ট্যান্ডিং’ আখ্যা দিয়ে এশিয়া কাপের একাদশ সাজালেন আকাশ চোপড়া
বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া। হ্যাট্ট্রিক সিরিজ জয়ে টাইগারদের দুর্দান্ত ফর্মকে তিনি আখ্যা দিয়েছেন ‘আউটস্ট্যান্ডিং’। শুধু প্রশংসাতেই থেমে থাকেননি, আসন্ন এশিয়া কাপের জন্য নিজের পছন্দের বাংলাদেশ একাদশও সাজিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে আকাশ বলেন, ‘বাংলাদেশের বর্তমান ফর্ম আউটস্ট্যান্ডিং। দারুন ক্রিকেট খেলছে তারা। ২০২৫ সালে ঘরে-বাইরে সমানতালে ভালো করছে দলটি। তার মতে, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দলে এসেছে বড় পরিবর্তন। তখনকার অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভীর ইসলাম এখন আর দলের অংশ নন। ফলে আগের দল আর বর্তমান দলের মধ্যে চোখে পড়ার মতো পার্থক্য তৈরি হয়েছে।
তবে ব্যাটিং বিভাগে বেশ কিছু দুর্বলতা দেখছেন আকাশ চোপড়া। তার মতে, বাংলাদেশের লিটন দাসের ওপর নির্ভরশীলতা বেশি। চাপের মুহূর্তে ব্যাটাররা ব্যর্থ হন বলে মনে করেন এই বিশ্লেষক। তিনি আরও উল্লেখ করেন, জেনুইন অলরাউন্ডারের ঘাটতি বর্তমানে বড় সমস্যা। সাকিব আল হাসান অনুপস্থিত, মেহেদী হাসান মিরাজও নেই। ফলে বহুজাতিক টুর্নামেন্টে তা বাংলাদেশকে ভোগাতে পারে।
অন্যদিকে বোলিং আক্রমণে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন আকাশ। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানের ত্রয়ীকে তিনি বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। বৈচিত্র্যময় স্পিন বিভাগ নিয়েও তার আস্থা রয়েছে। শেখ মেহেদী, রিশাদ হোসেন ও নাসুম আহমেদকে তিনি আলাদাভাবে উল্লেখ করেন। এ সময় তিনজনকে ‘প্লেয়ার টু ওয়াচ’ হিসেবে বেছে নেন তিনি- জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব ও শামীম হোসেন পাটোয়ারি।
আকাশ চোপড়ার পছন্দের বাংলাদেশ একাদশ (এশিয়া কাপের জন্য)
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।