জাকের,শামীমদের উপর ভরসা রেখে তৃতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 6 মিনিট আগে
জাকের,শামীমদের উপর ভরসা রেখে তৃতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা

জাকের,শামীমদের উপর ভরসা রেখে তৃতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা

জাকের,শামীমদের উপর ভরসা রেখে তৃতীয় টি-টোয়েন্টির দল ঘোষণা

চট্টগ্রামের মাঠে সিরিজ হার নিশ্চিত হলেও শেষ ম্যাচে লড়াইয়ের প্রত্যয় নিয়ে নামছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ১৬ রানে জেতা ক্যারিবিয়ানরা আগেই শিরোপা নিশ্চিত করলেও, তৃতীয় ম্যাচে নিজেদের সম্মান রক্ষার সুযোগ থাকছে লিটন দাসের দলের সামনে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রথম দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার নতুন করে আবারো ঘোষণা করলো তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড। মাঝ পথে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও তৃতীয় ও শেষ ম্যাচের জন্য অপরিবর্তিত দলকেই আস্থা রেখেছে নির্বাচকরা।

তৃতীয় টি-টোয়েন্টিতেও থাকছেন ব্যর্থ হওয়া জাকের আলী, শামীম পাটোয়ারীরা। তাদের উপর ই হোয়াইটওয়াশ এড়াতে ভরসা রাখতে চলেছেন লিটন দাস ও টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।