আবারও ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আবারও ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের
আবারও ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া বাংলাদেশের
দ্বিতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে সিরিজ জয় নিশ্চিত হলো ওয়েস্ট ইন্ডিজের।
চট্রগ্রামে টসে জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১ রানের মাথায় শুরুতেই তাসকিন আহমেদের শিকার হয়ে ফিরে যান ব্রেন্ডন কিং। তারপর বাংলাদেশী বোলারদের উপর চড়াও হয় দুই উইন্ডিজ ব্যাটার আলিক অ্যাথানজে ও শাই হোপ। পাওয়ার প্লে থেকে আসে ঝড়ো ৫০ রান।
উড়ন্ত গতিতে রান তোলা এই জুটির ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। ৫৯ বলে ১০৫ রানের জুটি ভেঙে ৫২ রানে আউট হন অ্যালিক। ঠিক তার পরের বলেই গোল্ডেন ডাক মারেন শেরফেন রাদারফোর্ড। নাসুম হ্যাটট্রিক না করতে না পারলেও পর পর উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
অধিনায়ক শাই হোপ ও ফেরেন ৫৫ রান করে। শেষ দিকে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সফরকারীরা চেপে ধরে বাংলাদেশী ব্যাটারদের। ১ বার জীবন পেয়েও ১১ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান সাইফ হাসান। লিটন দাস ও তানজিদ তামিম দুজনেই দেখেশুনে খেলে ধাক্কা সামলে নিতে থাকেন। পাওয়ার প্লে থেকে আসে মাত্র ৩৭ রান।
আকিল হোসেনের বলে ২৩ রান করে বোল্ড হন লিটন। তারপর তাওহীদ হৃদয় নেমেও সুবিধা করতে পারেননি। ১ বার জীবন পেয়েও খেলেন মাত্র ১২ রানের ইনিংস। অপর প্রান্তে অবিচল থাকেন ওপেনার তানজিদ তামিম।
রোমারিও শেফার্ডের বলে ৪৮ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস বিদায় নেন তানজিম তামিম। তখনো জয়ের সুযোগ ছিলো বাংলাদেশের সামনে। একটু পরেই জাকের ১৭ রানে ধরা পড়লে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ। ১৮ তম ওভারের প্রথম বলেই জেসন হোল্ডারের বলে ১ রান করে বোল্ড হন শামীম পাটোয়ারী।
জিততে হলে শেষ ওভারে টাইগারদের দরকার ছিলো ২১ রান। তবে রিশাদ, সাকিবরা নিতে পারেন মাত্র ৬ রান, সাথে হারায় ২ উইকেট। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৩৫ করেই থামতে হয় বাংলাদেশের।
