আমি আমার দায়িত্ব পালন করতে পারিনিঃ তামিম

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আমি আমার দায়িত্ব পালন করতে পারিনিঃ তামিম

আমি আমার দায়িত্ব পালন করতে পারিনিঃ তামিম

আমি আমার দায়িত্ব পালন করতে পারিনিঃ তামিম

শেষ পর্যন্ত কাছে গিয়েও জয়ের দেখা পেল না বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ১৪ রানে হারল স্বাগতিকরা। তিন ওভারে দরকার ছিল ৩৩ রান, হাতে ৬ উইকেট সেখান থেকেই ব্যর্থতার গল্প লিখতে হলো টাইগারদের। এই হারেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের।

ব্যাট হাতে লড়াইটা জমিয়ে তুলেছিলেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি এই ওপেনার ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেও শেষ পর্যন্ত দলের জয়ে ভূমিকা রাখতে পারলেন না। ইনিংসের শেষ দিকে আউট হওয়ার পরই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ম্যাচ শেষে নিজের ব্যর্থতাই সবচেয়ে বেশি পোড়াচ্ছিল তানজিদকে। তিনি বলেন,

"আসলে ম্যাচ না জেতায় কিছুর ভ্যালু থাকে না। উইকেট যেমন ছিল সেট ব্যাটারদেরই শেষ করতে হয় এখানে। একটু স্কিডি ছিল, আসছিল না ব্যাটে। নতুন ব্যাটারদের জন্য এই উইকেট একটু কঠিন যেয়েই হিটিং করার। আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা বের হয়ে যেতো।"

তিনি আরো বলেন, "আপনাকে যেটা বললাম এই উইকেটে সেট ব্যাটারেই শেষ করতে হয়। কারণ নতুন ব্যাটার গিয়েই হিটিং করাটা খুব কঠিন এই উইকেটে। আপনারাও দেখেছেন উইকেটটা কেমন আচরণ করেছে। ওদেরও একই অবস্থা হয়েছে, মারতে গিয়ে আউট হয়েছে। আমার মনে হয় আমার যেটা দায়িত্ব ছিল...আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাহলে হয়ত সহজেই ম্যাচটা বের হয়ে আসতো।"

তামিমের মতে তিনি দায়িত্ব পালন করতে পারেননি, " আপনাকে যেটা বললাম এখানে গিয়েই মারাটা কঠিন এই উইকেটে। আমার মনে হয় এটাই আসল কারণ। ওইখানে আমার দায়িত্বটা একটু বেশি ছিল। আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি।"