ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের কাছে দুঃখ প্রকাশ করলেন লিটন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের কাছে দুঃখ প্রকাশ করলেন লিটন
ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের কাছে দুঃখ প্রকাশ করলেন লিটন
ওয়েস্ট ইন্ডিজের কাছে পর পর ২ ম্যাচে হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচেই হারের কারণ হয়ে দাড়িয়েছে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা। চট্রগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশী বোলাররা প্রতি ম্যাচেই ভালো করছেন।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস বোলারদের উদ্দেশ্য দুঃখ প্রকাশ করে বলেন, " আপনি দেখবেন শেষ ২/৩ টা সিরিজে আমাদের বোলাররা খুব ভালো করেছে। আমি সব বোলারদের কাছে খুব সরি কারণ তারা তাদের কাজটা খুব ভালো করেছে কিন্তু আমরা ম্যাচে জিততে পারিনি।"
প্রথম ১০ ওভার উইন্ডিজ ব্যাটাররা যেভাবে উড়ন্ত গতিতে রান তুলছিলো তাতে মনে হয়েছিলো ২০০ পার হয়ে যাবে। তবে নাসুম,রিশাদ ও মুস্তাফিজদের অসাধারণ বোলিংয়ে শেষ পর্যন্ত ১৪৯ রানে সফরকারীদের বেঁধে ফেলে বাংলাদেশ।
জবাব দিতে নেমে ক্রিজে সেট হয়েই আউট হয়েছেন বাংলাদেশী ব্যাটাররা। একমাত্র তানজিদ তামিম (৬১) ছাড়া কেউ ই বড় রাম করতে পারেননি। লিটন ও আউট হয়েছেন ২৩ রানের ইনিংস খেলে। নিজের ব্যাটিং নিয়ে লিটন বলেন,
"আপনি যদি দেখেন ১৫০ খুব বড় কোনো লক্ষ্য নয় বিশেষ করে চট্রগ্রামে। তবে যখন আমরা একটু সেট হয়েই আউট হয়েছি। বিশেষ করে আমাকে ১২/১৩ ওভার প্রযন্ত ব্যাট করতে হতো৷ আমাকে নিজের উন্নতি করতে হবে কারণ আমি যদি ব্যাট করতে পারতাম ম্যাচটা আগেই শেষ হতো।"
অন্যদিকে আজ ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা অনেক গুলো ক্যাচ মিস করেছেন। সাইফ, লিটন,তামিম,শামীম প্রত্যেকেই ফেয়েছেন জীবন। তাও জিততে পারেনি বাংলাদেশ।
"তারা আজ খুব ভালো বল করেছে কিন্তু প্রথম ম্যাচের মত তাদের ফিল্ডিং আজ অত ভালো ছিলোনা। তারা প্রথমে ম্যাচে কিছু দুর্দান্ত ক্যাচ নিয়েছে। আজ নিতে পারেনি এটা আমাদের জন্য ভালো ছিলো কিন্তু আমরা লক্ষ্য তাড়া করতে পারিনি।"
