Image

সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন বোলিং কোচ বরুণ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন বোলিং কোচ বরুণ

সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন বোলিং কোচ বরুণ

সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন বোলিং কোচ বরুণ

সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হিসেবে নতুন দায়িত্ব পেলেন ভারতের সাবেক ফাস্ট বোলার বরুণ অ্যারন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ৩৫ বছর বয়সী এই পেসার চলতি বছরের শুরুতে সকল ধরনের প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।

ঝাড়খণ্ডের এই পেসার ২০১০ এর দশকে ভারতের হাতে গোনা কিছু গতিময় বোলারের একজন ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৯টি টেস্ট ও ৯টি ওয়ানডে মিলিয়ে খেলেছেন ১৮টি ম্যাচ, নিয়েছেন ২৯ উইকেট। আইপিএলে ২০১১ থেকে ২০২২ পর্যন্ত নয় মৌসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি, যেখানে ৪৪টি উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ছিল ৮.৯৩।

খেলোয়াড়ি জীবন শেষে সম্প্রতি ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অ্যারন। এবার সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে যোগ দিচ্ছেন কোচ হিসেবে, যা হতে যাচ্ছে তার প্রথম বড় কোনো কোচিং দায়িত্ব।

২০২৪ সালে রানার্সআপ হলেও ২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে সানরাইজার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে ২৮৬ রান করে সর্বোচ্চ ইনিংস স্কোর গড়লেও, গোটা আসরে তাদের বোলিং ইউনিট ছিল অনিয়ন্ত্রিত। বল হাতে প্রতিপক্ষের রান আটকাতে ব্যর্থ হয়েছিল তারা, যার ফলে ষষ্ঠ স্থানে থেকে শেষ করতে হয় সিজন।

গত দুই মৌসুমে দলের বোলিং কোচ ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন। তার আগমন হয়েছিল ডেল স্টেইনের স্থলাভিষিক্ত হিসেবে, যিনি ২০২৪ মৌসুমের ঠিক আগে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান। এবার ফ্রাঙ্কলিনকে দেওয়া হচ্ছে দলের ভেতরে অন্য একটি দায়িত্ব, আর বোলিং ইউনিটের ভার পড়ছে নতুন কোচ বরুণ অ্যারনের কাঁধে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three