সিরিজ শেষ নিতিশের, চতুর্থ টেস্টে নেই আর্শদ্বীপ

সিরিজ শেষ নিতিশের, চতুর্থ টেস্টে নেই আর্শদ্বীপ
সিরিজ শেষ নিতিশের, চতুর্থ টেস্টে নেই আর্শদ্বীপ
চলমান ইংল্যান্ড সফরে ইনজুরি হানা দিয়েছে ভারতের টেস্ট স্কোয়াডে। চতুর্থ টেস্ট শুরুর ঠিক আগ মুহূর্তে দুই ক্রিকেটার ছিটকে গেছেন দল থেকে। বাঁ হাঁটুর চোটে সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। অন্যদিকে অনুশীলনের সময় বল হাতে আঘাত পেয়ে ম্যানচেস্টারে হতে যাওয়া চতুর্থ টেস্টে খেলতে পারছেন না পেসার আর্শদ্বীপ সিং।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, নিতিশ কুমার রেড্ডি দেশে ফিরে যাচ্ছেন এবং দলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। আর্শদ্বীপ সিংয়ের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে নেট সেশন চলাকালে আঘাত লাগে। তার চোটের উন্নতির দায়িত্বে রয়েছে বিসিসিআই মেডিকেল টিম।
এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিটকে যাওয়ায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে নতুন মুখ। দলে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার অংশুল কাম্বোজ। তিনি ইতিমধ্যে ম্যানচেস্টারে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
চতুর্থ টেস্টটি শুরু হবে আগামী ২৩ জুলাই, ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী ওল্ড ট্রাফোর্ডে। সিরিজে এখন পর্যন্ত দুই দলই জিতেছে একটি করে ম্যাচ, বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। ফলে সিরিজে এগিয়ে যেতে মুখিয়ে থাকবে দুই দলই।
ভারতের স্কোয়াড (চতুর্থ টেস্টের জন্য):
শুবমান গিল (অধিনায়ক), রিশাব প্যান্ট, ইয়াশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নাইর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, কুলদীপ যাদব, অংশুল কাম্বোজ।