Image

এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন তামিম ইকবাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 মাস আগেআপডেট: 2 সেকেন্ড আগে
এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন তামিম ইকবাল

এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন তামিম ইকবাল

এশিয়ান লিজেন্ডস লিগ মাতাবেন তামিম ইকবাল

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগের জন্য বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড চূড়ান্ত। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল দলের অন্যতম মুখ। ১৬ সদস্যের দলটির নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল। 

১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় তামিম ইকবালকে ব্যাট হাতে দেখা যাবে ভারতের মাঠে। বাংলাদেশ টাইগার্সের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস। পরের দিন ১১ মার্চ বাংলাদেশ লড়াইয়ে নামবে আফগানিস্তান পাঠানসের বিপক্ষে, এরপর ১২ মার্চ এশিয়ান স্টারস এবং শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম-আশরাফুলদের ম্যাচ ১৪ মার্চ। 

এশিয়ান লিজেন্ডস লিগ ১০ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত রাজস্থানে অনুষ্ঠিত হবে। যা মূলত জাতীয় দল থেকে অবসরে যাওয়া প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট। বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, হার্শেল গিবস পেলেন হেড কোচের দায়িত্ব। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশসহ এশিয়ার ৫টি দল। 

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড-

মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমউদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ (উইকেটকিপার), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলি, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন লিখন, শফিউল ইসলাম এবং অলক কাপালি।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three