Image

সোহানের নেতৃত্বে যারা যাচ্ছে অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সোহানের নেতৃত্বে যারা যাচ্ছে অস্ট্রেলিয়া

সোহানের নেতৃত্বে যারা যাচ্ছে অস্ট্রেলিয়া

সোহানের নেতৃত্বে যারা যাচ্ছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে। দলটির নেতৃত্বে থাকছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। আগামী ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা ছাড়বে দলটি।

২০২৪ সালে প্রথমবার অংশ নেওয়ার পর এবার আবারও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। আট দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ‘এ’ ছাড়াও অংশ নিচ্ছে পাকিস্তান ‘এ’, নেপাল, পার্থ স্কোর্চার্স, মেলবোর্ন স্টারস, অ্যাডেলেইড স্ট্রাইকার্স, নর্দান টেরিটরি স্ট্রাইকসহ অন্যান্য দল।

বিসিবি ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে আছেন জাতীয় দলের আশেপাশে থাকা বেশ কয়েকজন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার। ওপেনিংয়ে আরেকটা সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ। মিডল অর্ডারে আছেন আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী ও মাহিদুল ইসলাম অঙ্কন। দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কাড়া কিছু ক্রিকেটারও। বোলিং বিভাগে আছেন হাসান মাহমুদ, রিপন মন্ডল, রাকিবুল হাসান, মুসফিক হাসান ও মোহাম্মদ  চৌধুরী।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড:

কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইয়াসির আলি চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাইম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

বাংলাদেশ ‘এ’ দল ৯ আগস্ট ডারউইনে পৌঁছাবে। ১৪ আগস্ট তাদের প্রথম ম্যাচ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। এরপর একে একে প্রতিপক্ষ হবে নেপাল, পার্থ স্কোর্চার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস ও অ্যাডেলেইড স্ট্রাইকার্স। ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচসমূহের সূচি:

১৪ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’ 
১৬ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম নেপাল 
১৭ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম পার্থ স্কোর্চার্স 
১৯ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম নর্দান টেরিটরি স্ট্রাইক 
২১ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম মেলবোর্ন স্টারস 
২৩ আগস্ট: বাংলাদেশ ‘এ’ বনাম অ্যাডেলেইড স্ট্রাইকার্স
২৪ আগস্ট: সেমিফাইনাল ও ফাইনাল 

এই সিরিজ শেষে বাংলাদেশ ‘এ’ দল একটি চারদিনের ম্যাচ খেলবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ থেকে ৩১ আগস্ট, ডারউইনে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three