দ্য ওভালে আজ জমবে বেশ, অপেক্ষা শেষ দিনের রোমাঞ্চের

দ্য ওভালে আজ জমবে বেশ, অপেক্ষা শেষ দিনের রোমাঞ্চের
দ্য ওভালে আজ জমবে বেশ, অপেক্ষা শেষ দিনের রোমাঞ্চের
পাঁচ ম্যাচের এক দুর্দান্ত সিরিজের শেষ টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। আর এই টেস্টেই দেখা যেতে পারে অবিশ্বাস্য এক চূড়ান্ত নাটকীয়তা। ওভালে ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড এখন জয় থেকে মাত্র ৩৫ রান দূরে। তবে ভারতের আশাও এখনো ফুরিয়ে যায়নি, কারণ ইংল্যান্ডের হাতে রয়েছে কেবল চার উইকেট।
চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৩৩৯ রান ৬ উইকেটে। দিনের বড় অংশজুড়ে দাপট দেখিয়েছেন হ্যারি ব্রুক ও জো রুট। ব্রুক করেছেন ঝকঝকে এক শতক (১১১), আর রুট খেলেছেন ১০৫ রানের শান্তিপূর্ণ ইনিংস। ওপেনার বেন ডাকেটও রেখেছেন মূল্যবান ৫৪ রানের অবদান।
তবে বিকেলে হঠাৎ করে পাল্টে যায় দৃশ্যপট। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ পরপর দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরান ভারতকে। মাত্র ৯ বলের ব্যবধানে ফিরে যান ব্রুক ও বেয়ারস্টো। এরপর খারাপ আলো ও বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
এখন ম্যাচের সমীকরণ খুবই টানটান। ৩৫ রান চাই ইংল্যান্ডের, আর ভারতের দরকার চার উইকেট। তবে ইংলিশ শিবিরে দুশ্চিন্তার জায়গা ক্রিস ওকস। চোট আছে তার হাতে। শেষ ব্যাটার হিসেবে তাকে খেলানো হতে পারে, সেটাও কেবল একান্ত বাধ্য হলে। অর্থাৎ, হাতে কার্যত আছে তিন ব্যাটারই।
ভারতের সামনে সুযোগ, দিনের শুরুতেই নতুন বল হাতে নিয়ে আক্রমণে যাওয়ার। এই বলটি পাওয়া যাবে আরও ৩.৪ ওভার পর। দিন শেষে ইংল্যান্ড এগিয়ে থাকলেও ভারতের সামনে এখনো সম্ভাবনা। কারণ রোহিত শর্মার দল এই সিরিজে একাধিকবার ফিরেছে ব্যাকফুট থেকে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড, তবে ভারত জিতলে সিরিজ ড্র হবে ২-২ তে।