Image

৬ ম্যাচ পর ঢাকা ক্যাপিটালস জিতল ১৪৯ রানে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৬ ম্যাচ পর ঢাকা ক্যাপিটালস জিতল ১৪৯ রানে

৬ ম্যাচ পর ঢাকা ক্যাপিটালস জিতল ১৪৯ রানে

৬ ম্যাচ পর ঢাকা ক্যাপিটালস জিতল ১৪৯ রানে

টানা ৬ পরাজয়ের পর অবশেষে জিতল ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীকে রেকর্ড ২৫৫ রানের টার্গেট দিয়ে ঢাকা পেয়েছে ১৪৯ রানের জয়। সকালে জাতীয় দল থেকে বাদ পড়ে সন্ধ্যায় লিটন দাস হাঁকালেন সেঞ্চুরি! লিটনের কামব্যাকের ম্যাচে সেঞ্চুরির উদযাপনে মাতলেন ঢাকার আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও।

২৫৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় নেমে ১৫.২ ওভারে ঢাকা ক্যাপিটালস গুটিয়ে যায় ১০৫ রানে। কেবল ৪ ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের রানে। সর্বোচ্চ ৪৭ রানের ইনিংসে অপরাজিত থাকেন রায়ান বার্ল। 

ব্যাটিং স্বর্গে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের জোড়া সেঞ্চুরিতে ২৫৪ রানের রেকর্ড পুঁজি পেল ঢাকা ক্যাপিটালস। যা বিপিএল ইতিহাসের সর্বোচ্চ। লিটন দাস, তানজিদ তামিম মিলেও গড়েন বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৪১ রানের পার্টনারশিপ। 

বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাত্র ৪৪ বলে শতরান করেছেন এই ওপেনার। বিপিএলে এটি লিটন দাসের প্রথম সেঞ্চুরি। আর স্বীকৃত টি-টোয়েন্টিতেও প্রথম। শেষ পর্যন্ত লিটন অপরাজিত থাকেন ১২৫ রানে। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২২৭.২৭। ৫৫ বল মোকাবিলায় ১০টি চারের সঙ্গে নয়টি ছক্কা হাঁকান তিনি।

লম্বা সময় ধরে অফ ফর্মের কারণেই মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন লিটন দাস। জাতীয় দলের বাইরে চলমান বিপিএলেও খারাপ ফর্ম যাচ্ছিল লিটনের। শুরুর তিন ম্যাচে ফ্লপ, বাদ পড়েন একাদশ থেকেও। তবে এই ম্যাচের আগেই অবশ্য ৭৩ রানের ইনিংস খেলে দলকে বড় রান এনে দিয়েছিলেন। আজ তো হাঁকালেন সেঞ্চুরি।

চার-ছক্কার ফোয়ারা ছুটিয়েছেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার। দুর্বার রাজশাহীর বোলারদের কাঁদিয়ে রান উৎসব করেছেন। লিটন দাস অপরাজিত থাকলেন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে। ৬২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তানজিদ তামিম অবশ্য আউট হন ১০৮ রানে। বিপিএলে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ ২৪১ রানের জুটি লিটন দাস গড়েন তানজিদ তামিমের সঙ্গে মিলে।

বড় লক্ষ্য তাড়ায় নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় দুর্বার রাজশাহী। আর তাতে ঢাকা পেল ১৪৯ রানের বড় জয়। যা বিপিএল ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three