Image

আবার শাস্তি পেলেন দিগ্বেশ রাঠি, ১২ লাখ রুপি জরিমানা রিশাব পান্টের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 12 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবার শাস্তি পেলেন দিগ্বেশ রাঠি, ১২ লাখ রুপি জরিমানা রিশাব পান্টের

আবার শাস্তি পেলেন দিগ্বেশ রাঠি, ১২ লাখ রুপি জরিমানা রিশাব পান্টের

আবার শাস্তি পেলেন দিগ্বেশ রাঠি, ১২ লাখ রুপি জরিমানা রিশাব পান্টের

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২ রানের রোমাঞ্চকর জয়ের রাতে শাস্তির মুখে পড়েছেন লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক রিশাব পান্ট ও উদীয়মান পেসার দিগ্বেশ সিং।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে লখনৌর অধিনায়ক রিশাব পান্টকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএল কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী এটি লখনৌ সুপার জায়ান্টস দলের চলতি মৌসুমে প্রথম অপরাধ। 

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করায় অধিনায়ক হিসেবে দায় গেছে রিশাব পান্টের উপর।

অন্যদিকে, ২৩ বছর বয়সী পেসার দিগ্বেশ সিংকে ২.৫ ধারার অধীনে লেভেল ১ অপরাধের জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। উইকেট নেওয়ার পর অশোভন ভাষা ব্যবহার করায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় অপরাধ। এর ফলে তার ডিমেরিট পয়েন্ট সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে।

তবে মাঠে দারুণ সাফল্য পেয়েছে লখনৌ। এইডেন মার্করাম ও মিচেল মার্শের হাফ-সেঞ্চুরির উপর ভর করে শক্তিশালী স্কোর গড়ে দলটি। ম্যাচের শেষদিকে দিগ্বেশ, শার্দুল ঠাকুর ও আভেশ খান দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষের চাপ সামলে নিয়ে লখনৌ ঘরের মাঠে প্রথম জয় নিশ্চিত করেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three