Image

এসএ২০ লিগের চ্যাম্পিয়ন এমআই কেপটাউন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এসএ২০ লিগের চ্যাম্পিয়ন এমআই কেপটাউন

এসএ২০ লিগের চ্যাম্পিয়ন এমআই কেপটাউন

এসএ২০ লিগের চ্যাম্পিয়ন এমআই কেপটাউন

দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপেকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে এমআই কেপ টাউন। ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানে হারিয়েছে এমআই কেপ টাউন।

জোহানেসবার্গে ফাইনালে শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামে কেপ টাউন। দারুণ সূচনা করে দুই ওপেনার। ৫১ রানের উদ্বোধনী জুটি ভেঙে ৩৩ রান করে আউট হন রায়ান রিকেলটন। পাওয়ার প্লে থেকে আসে ৫২ রান। আরেক ওপেনার ভ্যান ডার ডুসেন খেলেন ২৫ বলে ২৩ রানের ধীর গতির ইনিংস। 

মিডল অর্ডারে দলকে ভরসা দিয়ে ২৬ বলে ৩৯ রান করেন কনর এস্তেহেইজেন। চার ছক্কায় ১৮ বলে ৩৮ করেন ডিওয়ার্ড ব্রেভিস। জর্জ লিন্ডার ব্যাট থেকে আসে তিন ছক্কায় ২০ রান। কেপ টাউন ২০ ওভারে তোলে ১৮১ রান। 

ইস্টার্ন কেপের হয়ে ইয়ানসেন, রিচার্ড গ্লিসন ও লিয়াম ডসন নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইস্টার্ন কেপে। তৃতীয় উইকেটে ৪২ বলে ৫৭ রান যোগ করেন টনি ডি জর্জি এবং টম এবেল। এবেল করেন ৩০ এবং টনি করেন ২৬ রান। 

আরেক কেউ তেমন কিছু করতে পারেনি। ট্রিস্টান স্ট্যাবস ১৫ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলো না। কাগিসো রাবাদার বোলিং তোপে ইনিংস শেষ হওয়ার ৮ বল আগেই মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় ইস্টার্ন কেপে। 

২৫ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার কাগিসো রাবাদা।৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দা ফাইনাল ট্রেন্ট বোল্ট। অধিনায়ক রশিদ খান ও জর্জ লিন্ডে নেন ২ টি করে উইকেট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three