Image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য ভারত-পাকিস্তানের পিচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য ভারত-পাকিস্তানের পিচ

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য ভারত-পাকিস্তানের পিচ

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য ভারত-পাকিস্তানের পিচ

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারত-পাকিস্তান ম্যাচের পিচে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য ব্যবহৃত পিচটি ২৩শে ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের মধ্যকার গ্রুপ 'এ' লিগের খেলায় ব্যবহৃত পিচের মতোই হবে। 

রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। দু’দল আগেই গ্রুপ পর্বে খেলে ফেলেছে। দ্বিতীয় বার সাক্ষাৎ হতে চলেছে তাদের। চেনা পিচেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ১০টি পিচ রয়েছে, যার ব্যবস্থাপনা করছেন অস্ট্রেলিয়ার কিউরেটর ম্যাথু স্যান্ডেরি। সবগুলোই একে অপরের সাথে অনেকটা মিল - ধীর গতির এবং স্পিনারদের জন্য স্পষ্টভাবে সহায়ক।

গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত পিচে হবে ফাইনাল ম্যাচ। গত দু’সপ্তাহ কোনও খেলা হয়নি পিচটিতে। দুবাইয়ের এই পিচে পাকিস্তান দলকে অনায়াসে হারিয়েছে ভারত। পিচটির গতিবিধিও বেশ ভালোরকম জানা টিম ইন্ডিয়ার।

দুবাইয়ের ওই পিচ ভারত-পাক ম্যাচের মতো আচরণ করবে না। ভারতের ব্যাটিং যেমন শক্তিশালী, তেমনই কুলদ্বীপ-বরুণরা স্পিন অস্ত্রে ঘায়েল করছেন প্রতিপক্ষকে।

আইসিসির এক কর্তা বলেছেন, ‘ফাইনালের পিচ একদম নতুন নয়। তবে ১৪ দিন সময় পাওয়া গিয়েছে শেষ এক দিনের ম্যাচ হওয়ার পর। এই সময়ের মধ্যে পিচের ক্ষত সারিয়ে আবার নতুন করে তোলা যায়। যেমন ভারত-বাংলাদেশ ম্যাচের পিচও নতুন ছিল না। ২০ ফেব্রুয়ারির ম্যাচের ১৪ দিন আগে ওই পিচে আইএলটি২০র ম্যাচ হয়েছিল। একাধিক বার ব্যবহার হওয়ায় সেই পিচটিকে ফাইনালের জন্য বিবেচনা করা হয়নি। প্রথম থেকেই মাঠকর্মীরা অত্যন্ত যত্ন নিয়ে কাজ করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিয়ে। পিচের পাশাপাশি আউটফিল্ডেরও নিয়মিত যত্ন করা হয়েছে।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three