বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোলকাতায় বড় দায়িত্বে

বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোলকাতায় বড় দায়িত্বে
বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোলকাতায় বড় দায়িত্বে
২০২৫ সালের আইপিএলের আগে কোলকাতা নাইট রাইডার্স তাদের কোচিং স্টাফে এনেছে নতুন সংযোজন। সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার ওটিস গিবসনকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন ওটিস গিবসন।
৫৫ বছর বয়সী গিবসন ইতিমধ্যেই একজন অভিজ্ঞ কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার পর তিনি ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দুটি মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ওয়েস্ট ইন্ডিজ (২০১০-১৪) ও দক্ষিণ আফ্রিকার (২০১৭-১৯) প্রধান কোচ ছিলেন এবং ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এনে দেন।
গিবসন বাংলাদেশ জাতীয় দল ও ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট দলেও কোচিং করিয়েছেন এবং বেশ কয়েকটি টি-টোয়েন্টি দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
গৌতম গম্ভীর ভারতীয় জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কলকাতা তাদের স্টাফে পরিবর্তন এনেছে। দলটিতে রয়েছেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডোয়াইন ব্রাভো, বোলিং কোচ ভারত অরুণ এবং স্পিন বোলিং কোচ কার্ল ক্রো।
গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে। নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে দল মাঠে নামবে, যেখানে ভেঙ্কটেশ আইয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।