ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন আইয়ার, কোহলিকে শীর্ষ গ্রেডে রাখা হবে?

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন আইয়ার, কোহলিকে শীর্ষ গ্রেডে রাখা হবে?
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন আইয়ার, কোহলিকে শীর্ষ গ্রেডে রাখা হবে?
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড দলীয় খেলোয়াড়দের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণা না করায় নানা জল্পনা তৈরি হয়েছে। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই চুক্তির তালিকা প্রকাশ করা হলেও এবার তা স্থগিত রাখা হয়েছে। বোর্ডের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে 'এ+' ক্যাটাগরিতে রয়েছেন রোহিত শর্মা, ভিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত, কোহলি ও জাদেজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তাদের চুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভালো পারফরম্যান্স করলে তারা নিজেদের বর্তমান ক্যাটাগরিতে থাকতে পারেন।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, "চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার সিদ্ধান্তের অপেক্ষা করা হবে। যদি তিনি অবসর নেন, তবে বোর্ড পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববে। তবে এটাও মনে রাখতে হবে যে, তিনি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো অধিনায়কত্ব করছেন।"
গত বছর ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ না করার কারণে শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশান কেন্দ্রীয় চুক্তি হারিয়েছিলেন। ঈশান ২০২৩ সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি, তবে আইয়ার ওয়ানডে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং এবার তিনি চুক্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গতবার মোট ৩০ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে ৬ জন গ্রেড 'এ', ৫ জন গ্রেড 'বি' এবং ১৫ জন গ্রেড 'সি'তে ছিলেন। এছাড়াও, আকাশ দ্বীপ, যশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার বৈশাখ ও ভি কাভেরাপ্পাকে ফাস্ট বোলিং চুক্তির আওতায় রাখা হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ফলাফল এবারের কেন্দ্রীয় চুক্তিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলের পারফরম্যান্সের উপর নির্ভর করেই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।