Image

সেমিফাইনালে কোন ট্রিকসে সফল হলেন; নিজেই সব জানালেন ভিরাট কোহলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 16 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সেমিফাইনালে কোন ট্রিকসে সফল হলেন; নিজেই সব জানালেন ভিরাট কোহলি

সেমিফাইনালে কোন ট্রিকসে সফল হলেন; নিজেই সব জানালেন ভিরাট কোহলি

সেমিফাইনালে কোন ট্রিকসে সফল হলেন; নিজেই সব জানালেন ভিরাট কোহলি

আবারও বড় মঞ্চে দায়িত্বশীল ইনিংস খেললেন ভিরাট কোহলি। তার দুর্দান্ত ৮৪ রানের ইনিংসের ওপর ভর করেই ভারত টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল।

অস্ট্রেলিয়া দুবাইয়ের কঠিন উইকেটে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছিল। পিচের চরিত্র বিবেচনায় এটি সহজ টার্গেট ছিল না। তবে কোহলি ধৈর্য ধরে ইনিংস গড়ে তোলেন এবং ৯৮ বলে ৮৪ রান করেন। ইনিংসে মাত্র পাঁচটি বাউন্ডারি থাকলেও সেটাই ছিল এর সৌন্দর্য। ম্যাচ শেষে কোহলি বলেন, "আমি একদমই হতাশ ছিলাম না। খুশি মনে সিঙ্গেল নিয়ে খেলছিলাম। একজন ব্যাটার যখন গ্যাপে সিঙ্গেল নিতে গর্ব বোধ করে, তখনই বোঝা যায় সে ভালো ক্রিকেট খেলছে এবং বড় পার্টনারশিপ গড়ার জন্য প্রস্তুত।"

পুরো টুর্নামেন্টেই দুবাইয়ের উইকেট ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে। তাই দলগুলো বেশি স্পিনার নিয়ে খেলছে এবং ভারতও তার ব্যতিক্রম ছিল না। প্রথম ইনিংসে ভারতের স্পিনাররা দারুণ নিয়ন্ত্রণ রেখে অস্ট্রেলিয়াকে মাত্র ২৬৪ রানে অলআউট করতে সাহায্য করে।

এই স্কোর ভারতের জন্য আদর্শ ছিল, কারণ কোহলি ছিলেন ব্যাটিং লাইনআপের স্তম্ভ হয়ে। তিনি বলেন, "আমি কন্ডিশন বুঝে নিজের খেলা তৈরি করি। এই উইকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বড় পার্টনারশিপ গড়া। তাই আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো জুটি তৈরি করতে।"

যদিও কোহলি তার ৫২তম ওয়ানডে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন, তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। কোহলি বলেন, "আমি কখনো মাইলফলক নিয়ে ভাবি না। যদি শতরান আসে, ভালো। না এলেও সমস্যা নেই। আসল ব্যাপার হলো দলকে জেতানো। আজ ড্রেসিংরুমে যে আনন্দ, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

ভারত এখন ফাইনালে লক্ষ্য থেকে আর মাত্র এক ধাপ দূরে। দুবাইয়ের কঠিন উইকেটেও কোহলির ধৈর্যশীল ব্যাটিং ও দলের স্পিন আক্রমণই তাদের টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে দিল। এবার লক্ষ্য ট্রফি জয়!

Details Bottom
Details ad One
Details Two
Details Three